বসিরহাট: জমি বিবাদ (land dispute) ঘিরে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার বসিরহাট (Bashirhat) মহকুমার বাদুড়িয়ার (Baduria) রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গুড়দহ গ্রাম (Dakshin Gurdah village)। দুই পরিবারের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে, একজনের জখম আটজন। স্থানীয় সূত্রে খবর, ১২ শতক জমি নিয়ে দুটি পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিবাদের জেরে চারদিন আগে সলিসি সভা হয়। সেখানে পঞ্চায়েতে তরফে সিদ্ধান্ত দেওয়া হয় ওই জমির আসল মালিক মন্টু মন্ডল।
তারপরে থেকেই ফিরোজ মন্ডল ও মন্টু মন্ডল এর দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হয় গন্ডগোল মারধর শুরু হয়। মঙ্গলবার সকালে সেই বিবাদ চরমে যায়। দুই পরিবারের মধ্যে সংঘর্ষ ঘটনায় নিহত এক আহত আটজন।
আরও পড়ুন: গ্রাম উন্নয়নের জন্য ফের কেন্দ্রীয় বরাদ্দ রাজ্যকে, দেওয়া হল ৬৯৯ কোটি টাকা
নিহতের নাম মন্টু মন্ডল। ৫২ বছর মহিলা সহ উভয় পক্ষের আটজন জখম হয়ে রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে বাদুড়িয়া থানার পুলিশ বাহিনী। ইতিমধ্যে বাদুড়িয়া জমি বিবাদের ঘটনায় মূল অভিযুক্ত সহ দুজনকে আটক করা হয়েছে। শুধুই কি জমি বিবাদ না পুরনো শত্রুতা জের না রাজনৈতিক কারণ আছে এর পিছনে, তা খতিয়ে দেখছে পুলিশ।
দেখুন অন্য খবর: