জয়ন্ত মজুমদার, সোদপুর: জাল ভোটার কার্ড (Fake Voter Card), পাসপোর্ট (Fake Passport) তৈরি ও চাকরি দেওয়ার নামে কোটি টাকা প্রতারণা। অভিযুক্তকে গ্রেফতার করল খড়দহ থানার পুলিশ (Khardah police station) । সোদপুর (sodepur) কাচকল মোড়ে অফিস খুলে সেখানে জাল পাসপোর্ট, ভোটার কার্ড তৈরি থেকে শুরু করে বহু মানুষকে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ ছিল তপন রায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
আরও পড়ুন: ‘ভুতুড়ে ভোটার’ ইস্যুতে তৃণমূলের কোর কমিটির প্রথম বৈঠক ৬ মার্চ