ওয়েব ডেস্ক: ফের তাপপ্রবাহের (Heat Wave) কবলে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল (Northern India)। আইএমডি (IMD) ইতিমধ্যে একাধিক রাজ্যে জারি করছে সতর্কতা। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, দিল্লি-সহ সংলগ্ন রাজ্যগুলিতে চলতি সপ্তাহজুড়ে তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে (Delhi Severe Heat Wave)। ইতিমধ্যেই তার একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে। দিল্লির বেশ কিছু অংশে সর্বোচ্চ তাপমাত্রা এর মধ্যেই ৪০.২ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। এই তাপপ্রবাহের পরিস্থিতি বৃহস্পতিবার পর্যন্ত স্থায়ী থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
তবে শুধু রাজধানী নয়, গরমের দাপট দেখা যাচ্ছে গুজরাত, রাজস্থান, হিমাচল প্রদেশ, হরিয়ানা, লাদাখ এবং উত্তরপ্রদেশের বিভিন্ন জেলাতেও। সোমবারও উত্তর ভারতের অধিকাংশ রাজ্যে মরসুমের প্রথম বড় তাপপ্রবাহ নথিভুক্ত হয়েছে। রাজস্থান, সৌরাষ্ট্র ও কচ্ছের কিছু অংশে বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহ লক্ষ্য করা গিয়েছে।
আরও পড়ুন: বাংলা নববর্ষের পরেই জম্মু- কাশ্মীরের রিয়াসিতে বিশ্বের সর্বোচ্চ রেলসেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে, দিল্লির সফদরজং, রিজ ও আয়ানগর এলাকার তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি পার করেছে। এদিকে আরও উত্তরে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, রাজস্থান, দিল্লি এবং লাদাখে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ থেকে ৮ ডিগ্রি বেশি। পঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়েও অস্বাভাবিক হারে বেড়েছে তাপমাত্রা।
উল্লেখ্য, সাধারণত কোনও স্থানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা যদি স্বাভাবিকের তুলনায় কমপক্ষে ৫ ডিগ্রি বেশি হয় এবং তা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যায়, তবে সেই পরিস্থিতিকে তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। সেই হিসেবেই দিল্লি ও আশপাশের রাজ্যগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
দেখুন আরও খবর: