কলকাতা: আজ হয় এসপার নয় উসপার, আর কোনও রাস্তা নেই। মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan SG) আজ জিততেই হবে। আইএসএল সেমিফাইনালের প্রথম পর্বে জামশেদপুরের (Jamshedpur FC) কাছে ২-১ হেরে গিয়েছিল হোসে মোলিনার (Jose Molina) দল। আজ খেলা অতিরিক্ত সময়ে নিয়ে যেতে ৯০ মিনিটে জিততেই হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ এক গোলের ব্যবধানে জিতলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে, দুই গোলে জিতলে ৯০ মিনিটেই কার্যসিদ্ধি।
জামশেদপুরের মাঠে আক্রান্ত হয়েছিলেন কিছু সবুজ-মেরুন সমর্থক। তাঁদের হাতে ফুল এবং সোমবারের ম্যাচের টিকিট তুলে দিয়েছেন মোলিনা। তিনি জানেন আজ দর্শক সমর্থন কতটা সহায়তা করবে তাঁর দলকে। জামশেদপুরের কোচ খালিদ জামিল (Khalid Jamil) যতই বলুন বাগানের সমর্থককুল নিয়ে ভাবছেন না, যুবভারতীর ৫০-৬০ হাজার জনতা কিন্তু দ্বাদশ ব্যক্তির কাজ করে।
আরও পড়ুন: ম্যাঞ্চেস্টার ডার্বি ড্র, অঘটনের হার লিভারপুলের
আজ এ খেলা শুধু খেলা নয় 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/sOmHrB6q0s
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) April 7, 2025
প্রথম লেগে হেরে গিয়ে ঘাবড়ে যাননি বাগান কোচ। তিনি ইতিমধ্যেই জানিয়েছেন, সব ম্যাচ জিততেই হবে এমন কোনও কথা নেই, বিশ্বের কোথাও তেমন হয় না। জামশেদপুরে হারলেও কলকাতায় জেতার ব্যাপারে আশাবাদী তিনি। যুবভারতীর ৫০-৬০ হাজার দর্শকের সামনে তাঁর দল ভালো খেলবে বলে আশা তাঁর।
গত মরসুমেও একই অবস্থা থেকে ফাইনালে উঠেছিল মোহনবাগান। ওড়িশার এফসির কাছে কলিঙ্গ স্টেডিয়ামে হেরে তারপর যুবভারতীতে ২-০ জিতে ফাইনালে উঠেছিলেন দিমিত্রি পেত্রাতসরা। যদিও ফাইনালে মুম্বাইয়ের কাছে হারতে হয়। এবার ফাইনালে উঠলে প্রতিপক্ষ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি।
দেখুন অন্য খবর: