ওয়েব ডেস্ক: গোলশূন্য ড্র হল ম্যাঞ্চেস্টার ডার্বি (Manchester Derby)। ওল্ড ট্রাফোর্ডে (Old Trafford) আধিপত্য দেখিয়েও জিততে পারল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Man Utd)। প্রতিপক্ষের ডেরা থেকে এক পয়েন্ট নিয়ে গেল ম্যান সিটি (Man City)। একাধিক গোলের সম্ভাবনা তৈরি হল, কিন্তু তার সদ্ব্যবহার করতে পারলেন না ব্রুনো ফার্নান্ডেজরা।
এই মরসুমে ফিনিশিংই সবথেকে ভুগিয়েছে ম্যান ইউকে। র্যাসমুস হোয়লুন্ড ছিলেন, আর এক স্ট্রাইকার জশুয়া জার্কজিকে নিয়ে এসেছেন কোচ রুবেন অ্যামোরিম (Ruben Amorim)। কিন্তু দুজনের কেউই ধারাবাহিক নন। আলেহান্দ্রো গারনাচোর অবস্থা আরও খারাপ। তিন কাঠির মধ্যে শট রাখতেই পারছেন না। যিনি গোল পাচ্ছিলেন, সেই আমাদ দিয়ালো চোট পেয়ে ছিটকে গিয়েছেন। তার উপর মার্কাস র্যাশফোর্ড এবং অ্যান্টনি অন্য ক্লাবে খেলছেন। ফলে ফরোয়ার্ড লাইনে অ্যামোরিমের হাতে বিকল্প কম।
আরও পড়ুন: যাই হোক, আর একটি বছর…তারপর আলবিদা ক্রিকেটার ধোনির
গোটা ম্যাচে সিটি গোল লক্ষ্য করে শট মেরেছে ৯টি, সেখানে ইউনাইটেড ১৩টি। সিটি যেখানে ৯টার মধ্যে পাঁচটা শট নিশানায় রেখেছে, ইউনাইটেড ১৩টার মধ্যে মাত্র দুটো। এটাই তাদের রোগ, গোল হচ্ছে না। দলের আক্রমণে বৈচিত্র্য, গতি আমদানি করেছেন অ্যামোরিম, এবার ফিনিশিংটা আয়ত্ত করাতে পারলেই অনেক এগিয়ে যাবে তারা।
এদিকে রবিবার ফুলহ্যামের কাছে অপ্রত্যাশিত হার হয়েছে লিভারপুলের। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার চমৎকার গোল করে এগিয়ে দিয়েছিলেন লিভারপুলকে। কিন্তু ফুলহ্যাম পরপর তিনটি গোল পুরে দেয়। লুইস দিয়াজ ব্যবধান কমালেও হার বাঁচাতে পারেননি। শেষ লগ্নে হার্ভি এলিয়টের শট ক্রসবারে লেগে না ফিরলে ড্র হতে পারত। কিন্তু লিভারপুল হারত ২-৩ ফলে।
দেখুন অন্য খবর: