ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক- শিক্ষিকা (Teacher) থেকে গ্রুপ ডি কর্মী (Group D)। কার্যত শীর্ষ আদালতের এই নির্দেশের পরেই ভেঙে পড়েছেন তারা। বহু স্কুলেই শিক্ষক-শিক্ষিকা থেকে শিক্ষাকর্মীরা না আসার ফলে এক অচলাবস্থা তৈরি হয়েছে। এই অবস্থায় চাকরি হারাদের পাশের থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee)।
এই পরিস্থিতিতে আজ নেতাজি ইন্ডোরে (Netaji Indoor) চাকরিহারাদের (Jobless) সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। তাঁদের সঙ্গে আলোচনা করবেন। সমস্যা সমাধানেরও পথ খুঁজবেন এমনটাই আশ্বাস মুখ্যমন্ত্রীর। আজ দুপুর ১২ টায় বৈঠক।
এদিকে বৈঠকের আগেই রণক্ষেত্রের চেহারা নিল নেতাজি ইন্ডোর চত্বর। কে পাস নেবে সেই নিয়ে হুড়োহুড়ি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এমনকি পাস ছিনতাইয়ের অভিযোগ। অবস্থা সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ।
আরও পড়ুন: জিএসটি সংগ্রহে এগিয়ে বাংলা! অর্থ দফতরকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
এদের মধ্যে অনেকেই তাঁরা যে যোগ্য প্রার্থী তা বোঝাতে সঙ্গে করে নিয়ে এসেছে ওএমআর শিট। এসএসসির ওয়েবসাইট থেকেই সেই উত্তরপত্র ডাউনলোড করা হয়েছে বলে দাবি তাদের। বিক্ষোভকারীদের দাবি, বৈঠকে ঢুকতে দিতেই হবে। নেতাজি ইন্ডোরের সামনে বসে বিক্ষোভ বিক্ষোভকারীদের। পুলিশ মাইকিং করে পরিস্থিতি শান্ত থাকার আহ্বান জানাচ্ছেন।
চাকরিহারাদের নিজের মধ্যেই অশান্তি। একদলের কাছে বৈঠকে পাস আছে, অপর দলের কাছে নেই। কে তাদের ‘পাস’ দিল এই নিয়ে তুমুল হইচই। যাদের পাস আছে, তাদের বেশিরভাগ মিছিল করে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন। তাদের দাবি, অযোগ্যদের তাঁরা বৈঠকে ঢুকতে দেবেন না। এ ছাড়া, অপর পক্ষ রাতভর নেতাজি ইন্ডোরের সামনেই জমায়েত করেছিলেন। তাঁদের কাছে ‘পাস’ নেই। ‘পাস’ এর বৈধতা নিয়ে তুমুল অশান্তি।
দেখুন অন্য খবর-