শাহরুখ খানের(Sharukh Khan) বহুল আলোচিত ছবি ‘ডন'(Don)। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শুরু হতে চলেছে ‘ডান ৩'(Don 3) এর শুটিং। ২০২৩ সালের আগস্ট এ ছবিটির প্রকাশ পেয়েছিল।
সেখানে শাহরুখের পরিবর্তে রণবীর সিংকে(Ranveer Singh) দেখা যায়। শাহরুখ ভক্তরা তাতে কিছুটা হতাশ হয়েছিলেন। একইসঙ্গে রণবীর এর লুক দর্শকদের পছন্দ হয়েছে।
জানা যাচ্ছে চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বর থেকেই ফারহানা আখতার(Farhan Aktar) পরিচালিত এই ছবির টানা শুটিং চলবে। ছবিতে রাণবীরের বিপরীতে কিয়ারা আদবাণীকে দেখা যাবে। ফরান ব্যস্ত রয়েছেন তার ‘১২০ বাহাদুর’ ছবিটি নিয়ে। এ বছরেই ছবিটি মুক্তি পাওয়ার কথা। তারপরই তিনি শুরু করবেন ‘ডন ৩’।
দীর্ঘ টালবাহানার পর অবশেষে এই ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে। আগামী মাস থেকেই ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হতে চলেছে। এটি বলিউডের অন্যতম জনপ্রিয় এবং সফল ফ্রাঞ্চাইজি ‘ডন’।
অমিতাভ বচ্চনের পর ‘ডন’ হিসেবে শাহরুখকে গ্রহণ করেছিলেন তার অনুরাগী দর্শকরা। ২০০৬ এর পরে ২০১১ সালে ‘ডন ২’ বানিয়েছিলেন ফারহান।