জয়নগর: তৃণমূল নেতা খুনের ঘটনায় ধৃত শাহরুলের কাছ থেকে মিলল মানিব্যাগ, আগ্নেয়াস্ত্র, ব্যবহার হওয়া কার্তুজ ও নিহত সইফুদ্দিনের (Saifuddin) ছবি। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, কোনওমতেই যাতে টার্গেট মিস না হয় তার জন্য শাহরুল-সহ অন্য দুষ্কৃতীরা পরিকল্পনা করে এগিয়ে ছিল। বেশ কয়েকদিন আগে থেকে সইফুদ্দিনকে তারা রেইকিও করেছিল। ঘটনার দিনও তাদের হাতে তৃণমূল নেতার ছবি ছিল। শুক্রবার শাহরুলের মানিব্যাগ থেকে আধার এবং প্যানকার্ডও পাওয়া গিয়েছে।
১০ দিনের পুলিশ হেফাজত শেষে, এদিন শাহরুলকে ফের বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হয়। শুক্রবার অবশ্য পুলিশ আর তাকে নিজেদের হেফাজতে চায়নি।
১৩ই নভেম্বর বাড়ির কাছেই খুন হন সইফুদ্দিন। বাড়ি থেকে বেরিয়েছিলেন মসজিদ যাবেন বলে। নমাজ পড়তে যাওয়ার পথেই গুলিবিদ্ধ হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় সইফুদ্দিনের (। ওই ঘটনার পরই অশান্ত হয়ে ওঠে জয়নগর। উত্তেজিত জনতা এক দুষ্কৃতীকে ধরে ফেলে পিটিয়ে খুন করে। বাকিরা পালিয়ে যায়। এছাড়া পাশের গ্রামের একাধিক সিপিএম নেতাকর্মী সমর্থকের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। মারধরের হাত থেকে রেহাই পাননি পরিবারের মহিলা সদস্যরাও। সইফুদ্দিন খুনে জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করে শাহরুলকে।