মুম্বই: আজ ২ নভেম্বর। আর ২ নভেম্বর মানেই উৎসব। কারণ, আজ সেই সেই মানুষটার জন্মদিন (Birthday), যাকে সামনাসামনি দেখতে বা একটু ছুঁতে কয়েকশো কিলোমিটার দূর থেকে ছুটে আসেন অনুরাগীরা। আজ জন্মদিন বলিউডের (Bollywood) বাদশা কিং খানের (King Khan)। ১ নভেম্বর বুধবার রাত থেকেই ভিড় জমেছিল মন্নতের বাইরে। সবাই অপেক্ষায় থাকেন কখন আসবেন শাহরুখ (Shahrukh Khan) বাড়ির বাইরে। রাত বারোটা বাজতে না বাজতেই সে সাধ পূরণ করে দিলেন শাহরুখ খান। মিলিটারি প্রিন্টের ট্র্যাক প্যান্ট সঙ্গে কালো টি শার্ট, মাথায় কালো টুপি পরে এলেন তিনি মন্নতের ব্যালকনিতে। পোস্টার হাতে চিৎকার করছে কেউ কেউ। হাতে থাকা মুঠোফোনগুলো ব্যস্ত শাহরুখ খানকে ক্যামেরাবন্দি করতে।
জন্মদিনের রাতে মন্নতের বাইরে আসা এত অনুরাগীর ভিড় আবেগতাড়িত করেছে অভিনেতাকে। এরপরই তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এটা অবিশ্বাস্য যে আপনারা এত রাতেও আমাকে শুভেচ্ছা জানানোর জন্য মন্নতের বাইরে জড়ো হয়েছেন। আমি এখজন নিছক অভিনেতা। আপনাদের বিনোদন দিতে পারার থেকে বেশি আনন্দ জীবনে আমি আর কিছু থেকেই পাই না। আপনাদের ভালোবাসার স্বপ্নেই বেঁচে থাকি। আপনাদের বিনোদন দেওয়ার সুযোগ আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। কাল সকালে দেখা হচ্ছে… অন স্ক্রিনেও, অফ স্ক্রিনেও।’
বলিউড সূত্রে খবর, ২ নভেম্বর মুম্বইয়ের নীতা ও মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে একটি ধামাকেদার জন্মদিনের পার্টি আয়োজন করেছেন শাহরুখ খান। সেই পার্টিতে করণ জোহর,দীপিকা পাড়ুকোন, অ্যাটলি, নয়নতারা, সলমন খান, সিদ্ধার্থ আনন্দ, রাজকুমার হিরানি, আলিয়া ভাট সহ বলিউডের প্রায় কমবেশি সকলেই থাকবেন বলে জানা যাচ্ছে। তবে পার্টিতে যাতে কেউ কোনও উপহার না আনেন, সে বিষয়ে কড়া নির্দেশিকা থাকবে।