কলকাতা: আইসিসির (ICC) ওয়ান ডে ব্যাটারদের ক্রমতালিকায় দু’ নম্বরে উঠে এলেন শুভমান গিল (Shubman Gill)। কেরিয়ারে এটাই তাঁর সবথেকে সেরা র্যাঙ্কিং। পাকিস্তানের বিরুদ্ধে ৫৮ করেছিলেন গিল এবং রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে ১২১ রানের পার্টনারশিপ করেন। তার সুবাদেই দুইয়ে উঠে আসলেন তিনি। তাঁর সামনে এক নম্বর স্থান ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam)।
আইসিসি র্যাঙ্কিংয়ে প্রথমে দশে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা। এশিয়া কাপের (Asia Cup) গ্রুপ পর্বে নেপালের বিরুদ্ধে ৭৪ এবং সুপার ফোরে ৫৩ এবং ৫৬ করে দুই ধাপ এগিয়ে এসেছেন তিনি। রোহিত আছেন ৯ নম্বরে। বিরাট কোহলিও দুই ধাপ এগিয়ে আটে উঠে এসেছেন। পাকিস্তানের বিরুদ্ধে ৮৪ বলে অপরাজিত ১২২ রান করার সুবাদেই এগিয়ে এলেন তিনি।
আরও পড়ুন: ফিল হিউজ কাণ্ড আর চায় না অস্ট্রেলিয়া, বিশ্বকাপে ‘বিশেষ’ হেলমেট পরবেন স্মিথ-ওয়ার্নার
প্রসঙ্গত, আইসিসি ক্রমতালিকার প্রথম দশে একসঙ্গে তিনজন ভারতীয় ব্যাটার শেষবার দেখা গিয়েছিল ২০১৮ সালে। রোহিত এবং বিরাটের সঙ্গে ছিলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। পাকিস্তানেরও তিনজন ব্যাটার প্রথম দশে আছেন। বাবর আজম এক নম্বরে তো আছেনই, ইমাম উল হোক আছেন পাঁচ নম্বরে এবং ১০ নম্বর স্থান দখল করেছেন ফখর জামান।
India stars have enjoyed jumps in the latest @MRFWorldwide ICC Men’s ODI Player Rankings ?
More ?https://t.co/JXYWqTcFWQ
— ICC (@ICC) September 14, 2023
প্রথম দশ ব্যাটারের তালিকা— ১) বাবর আজম ২) শুভমান গিল ৩) রাসি ভ্যান ডার ডুসেন ৪) ডেভিড ওয়ার্নার ৫) ইমাম উল হোক ৬) হ্যারি টেকটর ৭) কুইন্টন ডি-কক ৮) বিরাট কোহলি ৯) রোহিত শর্মা ১০) ফখর জামান।
ওডিআইতে বোলারদের মধ্যে এক নম্বরে আছেন অস্ট্রেলিয়ান পেসার জস হ্যাজলউড। যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছেন মিচেল স্টার্ক এবং ট্রেন্ট বোল্ট। চার নম্বরে অজি স্পিনার অ্যাডাম জাম্পা, পাঁচে ম্যাট হেনরি, ছয়ে মুজিব উর রহমান। প্রথম দশে দু’জন ভারতীয় বোলার আছেন, সাতে কুলদীপ যাদব (Kuldeep Yadav) এবং নয়ে মহম্মদ সিরাজ (Mohammad Siraj)। আট নম্বরে আফগান স্পিনার রশিদ খান এবং দশ নম্বর স্থানে পাক পেসার শাহিন আফ্রিদি।