হাওড়া: হাওড়ায় (Howrah) জল জমার (Waterlogging) সমস্যা দীর্ঘদিনের। নিম্নচাপের বৃষ্টিতে হাওড়া শহরের জলমগ্ন পরিস্থিতি সরেজমিন করতে বৃহস্পতিবার সকালে হাওড়ার বেশ কিছু এলাকায় পরিদর্শনে যান পুর প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী (Sujay Chakraborty)। তিনি এদিন বেলগাছিয়া, কে রোড, পঞ্চাননতলা, টিকিয়াপাড়া সহ বেশ কিছু এলাকা ঘুরে দেখেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, গত বছর বা তার আগের বছর ভারী বৃষ্টিতে যেভাবে জল জমেছিল এবারে তেমন কোনও জলজমার পরিস্থিতি নেই। বেলগাছিয়া পেট্রোল পাম্প এলাকায় গত বছর জলমগ্ন পরিস্থিতি ছিল। এবার সেটা নেই। তবে বেলগাছিয়া কে রোড এলাকায় বেশ কিছু জায়গা জুড়ে বেশি জল জমে আছে। তার জন্য আমরা পুরসভার তরফ থেকে দ্রুত ব্যবস্থা নেব এবং সেখানে একটা পরিকল্পনা করে কাজ হবে। কে রোড এলাকায় আগামী বছর এই জলমগ্ন পরিস্থিতি আর থাকবে না। তবে পঞ্চাননতলার ভিতর কী পরিস্থিতি সেটা না দেখলেও পঞ্চাননতলার মুখ আমরা ঘুরে দেখেছি সেখানে জলমগ্ন পরিস্থিতি নেই। এছাড়া টিকিয়াপাড়া বাইপাসেও জলমগ্ন পরিস্থিতি এবার নেই। যেটুকু সমস্যা রয়েছে সেটা আমরা দ্রুত সমাধানের চেষ্টা করব।
আরও পড়ুন: ঝালদার ভাইস চেয়ারম্যান পদে ইস্তফা পূর্ণিমা কান্দুর
পুর প্রশাসক যাই দাবি করুক বিরোধীদের অবশ্য দাবি, জল জমার পরিস্থিতি থেকে মুক্তি নেই হাওড়াবাসীর। বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। শোচনীয় পরিস্থিতি। অথচ পুরসভার কোনও হেলদোল নেই।