দারনা: লিবিয়ার (Libiya) পূর্বাঞ্চলীয় দেরনায় (Derna) ভয়াবহ বন্য়া (Flood)। এর জেরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় পাঁচ হাজারের কাছাকাছি। দারনার মেয়র আবদুলমেনাম আল-গাইতি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, এই সংখ্যা আরও বেড়ে ২০ হাজারে পৌঁছবে।
তারেক আল খারাজ নামে এক মুখপাত্র জানিয়েছেন, শুধু দারনাতেই পাঁচ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন। লিবিয়ান টেলিভিশন আল মাসার সূ্ত্রে খবর, শুধু এই এলাকা নয়, বন্যার জল ঢুকে গিয়েছে আল বায়দা, মার্জ সহ একাধিক এলাকায়। ইতিমধ্যে ঘরছাড়া হয়েছেন ২০ হাজার মানুষ। বৃষ্টি সহ প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেরনা সহ বেশকিছু শহর। এখনও পর্যন্ত চলছে উদ্ধারকাজ। উদ্ধার হচ্ছে একের পর এক দেহ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে রাস্তায় মৃতদেহ পড়ে রয়েছে। জলে ভেসে গিয়েছে গাড়ি। একের পর এক বাড়ির মধ্যে জল। তবে ঘটনার ভয়াবহতা কতটা সেটা এখনও পুরোপুরি আঁচ করা যাচ্ছে না।
আরও পড়ুন: হেদুয়ায় ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ
মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি সহ বেশকিছু দেশ প্রয়োজনীয় সহায়তা করতে প্রস্তুত আছে বলেও জানিয়েছে। এর মধ্যেই মরক্কোর মধ্যাঞ্চলে ৬ .৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ মারা গিয়ছে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানিয়েছেন।