কোটা: ফের পড়ুয়ার মৃত্যুর (Student Death) ঘটনা। এবার রাজস্থানের (Rajasthan) কোটায় (Kota) ১৬ বছরের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET)-এর এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাঁচির বাসিন্দা ওই ছাত্রী বর্তমানে কোটার ব্লেজ হোস্টেলে থাকত। বৃহস্পতিবার তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
জানা গিয়েছে, রাজস্থানের কোচিং হাব কোটায় (Kota) চলতি বছরে আট মাসে ২৫ জন শিক্ষার্থীর আত্মহত্যা করে মারা গিয়ছে, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ। জয়েন্ট এন্ট্রান্স এক্সাম (JEE) এবং নিটের (NEET) মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার যোগ্যতা অর্জনের জন্য বছরে প্রায় ২ লক্ষ শিক্ষার্থী কোটায় আসে। এই বছর এই প্রতিযোগিতামূলক পরীক্ষার চাপের কারণে ২৫ জন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে।
আরও পড়ুন: উত্তরপ্রদেশে চার বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ
রাজস্থান পুলিশের তথ্য অনুযায়ী, ২০২২ সালে এই সংখ্যা ছিল ১৫ জন ২০১৯ -এ ১৮, ২০১৮-এ ২০, ২০১৭-এ ৭টি, ২০১৬ ও ২০১৫ সালে ১৭ এবং ১৮ জনের মৃত্যুর ঘটনা ঘটে। কোটায় আত্মহত্যার ঘটনা রপখতে জেলা প্রশাসনের তরফে আগেই একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, সমস্ত হস্টেলে স্প্রিং-লোডেড ফ্যান এবং অতিথিদের থাকার ব্যবস্থা করা বাধ্যতামূলক করতে হবে। ইতিমধ্যে, রাজস্থান হাইকোর্ট রাজ্যের কোচিং ইনস্টিটিউটে বিশেষ করে কোটায় ছাত্রদের আত্মহত্যা রোধে সুপারিশ চেয়েছে।