কলকাতা: অনন্যা পান্ডে (Ananya Pandey) আর সোশ্যাল মিডিয়া ট্রোলিং, দুই যেন সমান্তরালেই চলতে থাকে। বি-টাউনে পা রাখা মাত্রই কোথাও গিয়ে যেন মাঝে মধ্যেই তাঁকে কড়া সমালোচনার শিকার হতে হয়। ২০১৯ সালে ধর্ম প্রোডাকশন দ্বারা প্রযোজিত এবং করণ জোহরের সহায়তায় ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি। তবে, অভিনয় গুণে নয়, চাঙ্কি পান্ডের মেয়ে হওয়ার সুবাদেই বলিউডে (Bollywood)কাজ পাওয়া সহজ হয়েছে তাঁর কাছে। এতদিন কাজ করলেও অভিনেত্রী হিসেবে সেভাবে সফল হননি অনন্যা। তাও একের পর কাজ করে চলেছেন। বলিউডে ধীরে ধীরে পায়ের নীচের মাটি শক্ত করছেন অভিনেত্রী (Actress)। অবশেষে ১০০ কোটির ঘরে পা দিল অনন্যা। তাও আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) হাত ধরে। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ড্রিম গার্ল ২’। ইতিমধ্যেই ১০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে এই ছবি। অভিনেত্রী নিজেই জানিয়েছেন সেকথা।
একটি সোশ্যাল মিডিয়া পোস্টে অনন্যা লেখেন, আমার প্রথম সেঞ্চুরি। এটি শুধু সংখ্যার বিষয় নয়। তবে, দর্শকদের কাছ থেকে ড্রিম গার্ল ২ যেভালো ভালোবাসা পেয়েছে তার জন্য চির কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ জানাই।
আরও পড়ুন:ঈশান নয়, বিশ্বকাপে রাহুলই ভারতের উইকেটকিপার, বলে দিলেন গৌতম গম্ভীর
বলিউড সূত্রে খবর, ছবিটি মুক্তির প্রথম দিনে ১০.৬৯ কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, যা আয়ুষ্মানের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনার। দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার আয় করেছে ১৪.০৩ কোটি। তৃতীয় দিন অর্থাৎ রবিবার ছবির আয় হয়েছে ১৬ কোটি। সোমবার মাত্র ৪.৭০ কোটি আয় করেছে ছবিটি। রাখি-পূর্ণিমার দিন ৭.৭৫ কোটি আয় করেছে ছবিটি। এদিকে বৃহস্পতিবার ছবির আয় অল্প হলেও কমেছে। সেদিন ছবির আয় হয়েছে ৮ কোটি। বৃহস্পতিবার শেষে ছবির আয় দাঁড়িয়েছে ৬৭.৫ কোটি। তৃতীয় সপ্তাহে ঢুকতেই দেশীয় বক্স অফিসে ‘ড্রিম গার্ল-২’ ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ে।
প্রসঙ্গত, ‘ড্রিম গার্ল ২’ ছবিটি বালাজি টেলিফিল্মস ব্যানারে একতা কাপুর ও শোভা কাপুরের প্রযোজনায় মুক্তি পায়। ছবিটির পরিচালনা করেন রাজ শান্ডিল্য। ছবিতে আয়ুষ্মান খুরানা ছাড়াও পরেশ রাওয়াল, অনন্যা পাণ্ডে, আন্নু কাপুর, রাজপাল যাদব, বিজয় রাজ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মনজোত সিং, সীমা পাহওয়া এবং মনোজ যোশীর মতো অভিনেতারা রয়েছেন।