দুর্গাপুর: বিজেপি সাংসদ নিখোঁজ বলে পোস্টার পড়ল দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে। বুধবার সকালে আদালত চত্বরে পোস্টার দেখে হতবাক আদালতে আসা সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীরা সকলেই। পোস্টারে লেখা রয়েছে, বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরেন্দর সিং আলুওয়ালিয়ার দেখা মেলে না।
বুধবার আদালত চত্বরে সাংসদের নিখোঁজ হওয়ার পোস্টার ঘিরে শোরগোল পড়ে যায়। পোস্টারে লেখা রয়েছে, বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরেন্দর সিং আলুওয়ালিয়ার দেখা পাওয়া যাচ্ছে না। দুর্গাপুরের সাংসদ জি, দিল্লি থেকে ফিরল কি? দলের লোক অন্য কেউ এমপি হোক। এমনই স্লোগান লেখা পোস্টার ছেয়ে গিয়েছে আদালত চত্বরে। পোস্টারের বয়ান দেখে মনে করা হচ্ছে ঘটনার পিছনে রয়েছে বিজেপির একাংশ। বিজেপির গোষ্ঠীকোন্দলকেই দায়ী করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
আরও পড়ুন: পুলিশ-অভিযুক্ত যোগসাজশ ভাঙতে হবে, আদালতে মন্তব্য বিচারপতির
আইনজীবী কল্লোল ঘোষ জানান বিজেপির দলের অন্তর্দ্বন্দ্বের কারণেই এই পোস্টার। রাজ্যের সর্বত্র জুড়ে বিজেপির দলীয় অন্তর কোন্দল যেভাবে প্রকাশ্যে আসছে, এই পোস্টার তারই প্রমাণ দিচ্ছে শহর শিল্পাঞ্চলে বিজেপির দলীয় কোন্দল নিয়ে।