বিশ্বের শীর্ষ ধনী অভিনয় শিল্পীদের মধ্যে বলিউড বাদশা শাহরুখ খান অবশ্যই একজন। চলতি বছরে ‘দ্যা ওয়ল্ড অফ স্ট্যাটিসটিক্স’ বিশ্বের শীর্ষ ১০ ধনী অভিনেতার তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন বলিউড বাদশা ‘জওয়ান’ হিরো। ভারত থেকে একমাত্র তিনিই রয়েছেন এই তালিকায়।
প্রসঙ্গত, শাহরুখ খানের মুম্বাই এর বাড়ি মন্নাত সকলেরই দৃষ্টি আকর্ষণ করে। যেটির দাম শোনা যায় ২০০ কোটি টাকার মতন। সারা বিশ্বজুড়ে বলিউড বাদশা প্রচুর সম্পত্তির মালিক। আলিবাগে রয়েছে তার একটি খামারবাড়ি, দক্ষিণ দিল্লি একটি বিলাসবহুল ভিলা, দুবাইয়ের পাম্প জুমেইরাতহতে একটি পারিবারিক অবকাশ যাপনের বাড়ি, নিউ ইয়র্ক এর একটি ড্রেস অ্যাপার্টমেন্ট যেখানে সুহানা থেকে পড়াশোনা করতেন। এছাড়াও রয়েছে লন্ডনের পার্ক লেনে একটি বাড়ি এবং লস এঞ্জেলেসের বেভারলি হিলসে একটি বিলাসবহুল বাড়ি।
কেউ যুক্তরাষ্ট্রের সফর করলে শাহরুখ খানের এ বিলাসবহুল ব্যবহারের বাড়িতে রাত্রি যাপন করতে পারবেন। তাকে অবশ্যই জন্য মোটা অংকের টাকা খরচ করতে হবে। জানা যাচ্ছে শান্তা মনিকা,রেডিও ড্রাইভ এবং পশ্চিম হলিউড থেকে হেঁটে শাহরুখের ব্যাপার নিয়ে হিলস এর বাড়িতে যেতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট। চাইলে আপনিও এই বাড়িটিতে রাত্রি যাপন করতে পারেন। এজন্য আপনাকে প্রতি রাতে গুনতে হবে প্রায় ২ লাখ টাকার মতন। এই বাড়িতে ছটি বেডরুম আছে তাছাড়া একটি বিস্তীর্ণ জাকুজি,সুইমিং পুল এবং টেনিস কোর্ট রয়েছে।
‘জওয়ান’ সাফল্যের পর শাহরুখ খান বেশ কিছুদিন ধরেই সংবাদ এর শিরোনামে। শুধু এ দেশে নয় বিদেশের মাটিতেও ‘জওয়ান’ এখন যথেষ্ট জনপ্রিয়। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের শাহরুখের বেভারলি হিলসের বিলাসবহুল বাড়ি জওয়ানের পাশাপাশি সে দেশে নতুন চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে।