নয়াদিল্লি: আফ্রিকান ইউনিয়ন (African Union) জি ২০ গোষ্ঠীর স্থায়ী সদস্য হল। শনিবার দিল্লিতে জি ২০ সামিটের (G20 Summit) উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) এই ঘোষণা করেন। মোদি এ কথা ঘোষণার পরেই ইউনিয়ন অফ কমোরোসের প্রেসিডেন্ট এবং আফ্রিকান ইউনিয়নের চেয়ারপার্সন আজালি আসাউমানি জি ২০ গোষ্ঠীর স্থায়ী সদস্যের আসন গ্রহণ করেন। প্রসঙ্গত, এবার জি ২০-র দায়িত্ব পেয়েছে ভারত।
উদ্বোধনী ভাষণে এদিন মোদি বলেন, সব কা সাথ ভাবাবেগের কথা মাথায় রেখেই ভারত আফ্রিকান ইউনিয়নকে জি ২০ গোষ্ঠীর স্থায়ী সদস্যপদ দেওয়ার প্রস্তাব করছে। আমি আশা করি, সবাই এই প্রস্তাবে সম্মত হবেন। তিনি বলেন, সভার কাজ শুরু হওয়ার আগে আমি আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যানকে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। তারপরেই আসাউমানি নিজের আসন গ্রহণ করেন। সকলে করতালি দিয়ে তাঁকে অভিনন্দন জানান।
আরও পড়ুন: আমি গর্বিত হিন্দু, জি ২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এসে বললেন ব্রিটেন প্রধানমন্ত্রী সুনক
গত কয়েক বছর ধরেই আফ্রিকান ইউনিয়নকে জি ২০ গোষ্ঠীভুক্ত করার জন্য প্রধান ভূমিকা নিয়ে চলেছিল ভারত। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর বিশেষ অবদান ছিল। গত জুন মাসে মোদি জি ২০ গোষ্ঠীর নেতাদের চিঠি লিখে আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্যপদ দেওয়ার ব্যাপারে চিঠি লেখেন। তাতে তাঁর অনুরোধ ছিল, দিল্লি সামিটেই যেন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। তার কয়েক সপ্তাহ পরেই সেই প্রস্তাবের খসড়া চূড়ান্ত হয়। জুলাই মাসে কর্নাটকের হাম্পিতে জি ২০ শেরপাদের বৈঠক হয়। কার্যত সেই বৈঠকেই আফ্রিকান ইউনিয়নের অন্তর্ভুক্তির বিষয়ে সবাই একমত হন।
আফ্রিকা মহাদেশের ছোট বড় ৫৫টি রাষ্ট্র নিয়ে গড়ে উঠেছে আফ্রিকান ইউনিয়ন। এ মাসের গোড়ায় সংবাদ সংস্থা পিটিআইকে মোদি বলেন, আফ্রিকার বড় আক্ষেপ ছিল যে, তাদের কথা কেউ শোনে না। ভারত তাদের জন্য প্রথম থেকেই ব্যাট করে আসছে, যাতে তারা জি ২০-র স্থায়ী সদস্য হতে পারে। ১৯৯৯ সালে জি ২০-র প্রতিষ্ঠা হয়।