মঙ্গলকোট: ফোন করে মিলছে না সরকারি অ্য়াম্বুল্যান্স পরিষেবা। সমস্যায় প্রসূতি থেকে সাধারণ রোগী। অগত্যা ভরষা টোটো ও প্রাইভেট গাড়ি। বৃহস্পতিবার গভীর রাতে দু’জন প্রসূতি বারবার অ্যাম্বুল্যান্সের জন্য ফোন করেও মেলেনি। এমনই অভিযোগ রোগীর পরিবারের।
গতকাল মঙ্গলকোটের পিলশুয়া গ্রামের দুই প্রসূতি সরকারি অ্যাম্বুল্যান্সের জন্য ফোন করেন। কিন্তু কোনও অ্যাম্বুলেন্স না পাওয়ায় একজন প্রসূতিকে বেসরকারি গাড়ি ভাড়া করে পরিবারের সদস্যরা নিয়ে আসেন মঙ্গলকোট ব্লক হাসপাতালে (Mangalkot Hospital)। অপর আর এক প্রসূতি আসেন টোটো ভাড়া করে। এরপর মঙ্গলকোট ব্লক হাসপাতাল থেকে দুই প্রসূতি রেফার করা হয় বর্ধমান মেডিক্য়াল কলেজে। তখনও কোনও অ্যাম্বুল্যান্স পায়নি বলে অভিযোগ রোগী পরিবারের লোকজনদের। এ বিষয়ে আশা কর্মীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনও মুখ খোলেননি।
আরও পড়ুন: জামতারা গ্যাংয়ের খপ্পরে পড়ে আত্মঘতী নিঃস্ব বৃদ্ধ