কলকাতা: সকাল থেকে আকাশের মুখ ভার কলকাতা (Kolkata) ও দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায়। কোথাও ঝিরি ঝিরি আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain) দেখাও মিলছে। আজও বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়ায় প্রায় সারাদিনই মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) ২৬.২ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে ৷ শনিবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে ৷ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে। আগামী ২-৩ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবেনা, সর্বাধিক ৩ ডিগ্রি তাপমাত্রার পরিবর্তন হতে পারে।
শুক্র ও শনিবার উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে হালকা বৃষ্টিপাত হতে পারে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ ও কোচবিহারে হালকা বৃষ্টিপাতের সতর্কতার কথা জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের তাপমাত্রার কোনও পার্থক্য না হলেও ৷ সর্বাধিক ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে ৷
আরও পড়ুন:মাংস খাওয়ার কারণেই হিমাচলে ধস, মেঘভাঙা বৃষ্টি, দাবি আইআইটি অধিকর্তার!
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ ভারতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলীয় অন্ধ্র প্রদেশ, ইয়ানাম, তেলেঙ্গানা এবং উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক ৮ সেপ্টেম্বর বৃষ্টি হবে। অন্যদিকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি চলবে উপকূলীয় কর্ণাটকে। তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরালা, এবং মাহে এর ঘাট অঞ্চলগুলি বৃহস্পতিবার থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্য়দিকে দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকেও শুক্রবার, শনিবার ও রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।