নয়াদিল্লি: জি-২০ সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র বদলে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। আর সেই থেকেই শুরু বিতর্ক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পর এবার ‘ইন্ডিয়া’ মুছে ‘ভারত’ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও? ‘প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া’র বদলে তাঁর অভ্যর্থনাপত্রে লেখা ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’। সেই সরকারি নোটিফিকেশন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সম্বিত পাত্র সেই সরকারি অভ্যর্থনাপত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। যেখানে, সেখানে মোদির পদ লেখা হয়েছে, ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’।
২০তম আসিয়ান ইন্ডিয়া সম্মেলন এবং ১৮তম পূর্ব এশিয়া সম্মেলনে যোগদান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৬ ও ৭ সেপ্টেম্বর তিনি থাকবেন ইন্দোনেশিয়ার জাকার্তায়। সরকারি নথিতে অবশ্য ওই সম্মেলনের নামের ক্ষেত্রে ‘ইন্ডিয়া’ শব্দটি রাখা হয়েছে। এ ক্ষেত্রে কূটনৈতিক বিভ্রাট এড়াতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। যদিও সরকারি ভাবে এখনও এ বিষয়ে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।
‘The Prime Minister Of Bharat’ pic.twitter.com/lHozUHSoC4
— Sambit Patra (@sambitswaraj) September 5, 2023
উল্লেখ্য, সংবিধানের প্রথম অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, ‘ইন্ডিয়া অর্থাৎ ভারত, রাজ্যের সমষ্টি।’ অর্থাৎ ইন্ডিয়া এবং ভারত, দুই নামেই সংবিধানের সিলমোহর রয়েছে। তবে কি ‘প্রেসিডেন্ট ইফ ভারত’ কিংবা ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ শব্দে কোনও আপত্তি থাকার কথা নয়? বিরোধী জোটের নামকরণ ‘ইন্ডিয়া’ হওয়ার পর থেকে একাধিক বিজেপি নেতা সংবিধান থেকে ইন্ডিয়া নাম মুছে ফেলার পক্ষে জোরাল সওয়াল করেছিলেন। শুধু ‘ভারত’ নাম চেয়ে ২০১৬ সালে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলাও হয়। কেন্দ্র কিন্তু, সে বার বলেছিল, এই নাম পরিবর্তনের কোনও প্রয়োজনীয়তা নেই। সুপ্রিম কোর্টের রায় ছিল, যে যা খুশি নামে ডাকতে পারে দেশকে।