কলকাতা: বিশ্বকাপের (CWC 2023) চূড়ান্ত দল ঘোষণা করে দিল পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (Australia)। ৫০ ওভারের বিশ্বকাপ মানেই জয়ের অন্যতম দাবিদার তারা, তাই তাদের দলগঠনের দিকে নজর ছিলই। ভারতের মতোই অলরাউন্ডারে ঠাসা ১৫ জনের দল বানিয়েছে অজিরা। শুধুমাত্র ব্যাট করেন এমন আছেন মাত্র দু’জন স্টিভ স্মিথ (Steve Smith) এবং ডেভিড ওয়ার্নার (David Warner), বাকিরা সবাই প্রয়োজনে হাত ঘোরাতে পারেন।
বিশ্বকাপের ১৮ জনের প্রাথমিক দলে নাম ছিল না মার্নাস লাবুশেনের (Marnus Labuschagne)। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ওডিআই সিরিজে স্মিথের সামান্য চোট থাকায় লাবুশেনের ডাক পড়ে। ডানহাতি ব্যাটার জানান, সাম্প্রতিক ফর্ম তাঁর খারাপ ঠিকই কিন্তু এখনও অস্ট্রেলিয়ার চার নম্বরে তিনিই সেরা ব্যাটার। দক্ষিণ আফ্রিকা সিরিজে চেষ্টা করবেন ফর্মে ফেরার। তবে তার আগেই দল ঘোষণা হয়ে গেল এবং এই বিশ্বকাপ খেলা হচ্ছে না টেস্ট ফর্ম্যাটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটারের।
আরও পড়ুন: রাজনীতিতে আসছেন সেওয়াগ! টুইটারে কী বললেন তিনি?
বিশ্বকাপের আগে ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। চোট পেয়ে সেই দলে নেই গ্লেন ম্যাক্সওয়েল (Glen Maxwell), তবে বিশ্বকাপের দলে তিনি আছেন। আইপিএলের সৌজন্যে ভারতের পিচ-পরিবেশ তাঁর ভালোই চেনা এবং ‘ম্যাড ম্যাক্স’ ব্যাট হাতে কতটা বিধ্বংসী তা ভারতীয় দর্শকেরও অজানা নয়। আর এক মারকুটে ব্যাটার ট্রাভিস হেড (Travis Head) সুযোগ পেয়েছেন। এই দু’জনেই পার্টটাইম অফস্পিনার।
Presenting your 15-player men’s provisional squad for the 2023 World Cup!
The final 15-player squad will be confirmed later this month ?? #CWC23 pic.twitter.com/wO0gBbadKi
— Cricket Australia (@CricketAus) September 6, 2023
স্পেশ্যালিস্ট স্পিনার হিসেবে রয়েছেন অ্যাডাম জাম্পা এবং অ্যাশটন অ্যাগার। প্রথমজন লেগস্পিনার এবং দ্বিতীয়জন বাঁ-হাতি অফস্পিনার। ডানহাতি অফস্পিনের প্রয়োজন হলে ম্যাক্সওয়েল, হেড আছেন। পেস বিভাগে বিখ্যাত ত্রিফলা আক্রমণ প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জস হ্যাজলউডের সঙ্গে রাখা হয়েছে শন অ্যাবটকে। উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি এবং জশ ইঙ্গলিশ।
অধিনায়ক প্যাট কামিন্সের সামনে হাতছানি পঞ্চম অজি অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতার। তাঁর আগে অ্যালান বর্ডার (১৯৮৭), স্টিভ ওয়া (১৯৯৯), রিকি পন্টিং (২০০৩, ২০০৭) এবং মাইকেল ক্লার্কের (২০১৫) অধীনে ট্রফি জিতেছে ক্যাঙারু বাহিনী।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি, জশ ইঙ্গলিস, শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক।