সুতীর্থা পারেননি| ব্যর্থ প্রণতি নায়েকও| বাঙালির পদক জয়ের আশায় এখন একমাত্র ভরসা অতনু দাস| তিরন্দাজীতে পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ বিভাগে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন অতনু দাস| পদক নিশ্চিত করতে আর একধাপ দূরে তিনি|
টিম ইভেন্টে চূড়ান্ত ব্যর্থ| দ্বিতীয় রাউন্ডেই থেমে গিয়েছিল অতনুদের দৌড়| ব্যক্তিগত ইভেন্ট থেকেই ঘুরে দাঁড়ালেন তিনি|
পরপর দু ম্যাচে দুরন্ত জয়| লন্ডন অলিম্পিকে সোনা জয়ী দক্ষিণ কোরিয়ান তারকাকে হারিয়ে রীতিমত চমকে দিয়েছেন তিনি|
প্রথম ম্যাচে চাইনিজ তাইপের ডেন চেন ইউংয়ের বিরুদ্ধে নেমেছিলেন তিনি| সেখানে প্রথম সেট হারেন| তবে ম্যচে ফিরতে খুব একটা বেশি সময় নেননি তিনি| পরপর তিন সেট জিতে শেষ ষোলায় পৌঁছে যান|
এরপর কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েন অতনু| প্রি কোয়ার্টার ফাইনালে তাঁর সামনে ছিলেন ওহ জিন হাইয়েক| লড়াইটা হয় হাড্ডাহাড্ডি| প্রথম সেটে হেরে যান| পরপর দু সেট টাই| গ্যালারি থেকে অতনুর হয়ে গলা ফাটাতে থাকেন তাঁর স্ত্রী দীপিকা কুমারী| অতনুকে তাতানোর দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন|
চতুর্থ সেটেই কামব্যাক অতনুর| শেষ সেটে ফের টাই| ম্যাচ গড়ায় টাই ব্রেকারে| সেখানেই অতনুর বুলস আই নিশানা| দক্ষিণ কোরিয়ার তারকাকে ছিটকে দিয়ে শেষ আটে পৌঁছে যান তিনি|
পদক নিশ্চিত করতে আর এক ধাপ দূরে দাঁড়য়ে এই বঙ্গ তণয়|