Placeholder canvas
কলকাতা শনিবার, ১২ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock
চতুর্থ স্তম্ভ: ইঁদুরকলে আটকেছে লেজ
সম্পাদক Published By:  • | Edited By: শৌভিক পাণ্ডা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১, ১০:২৮:০৩ পিএম
  • / ৫৮৩ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: শৌভিক পাণ্ডা

বেশ কিছু মানুষ, বেশিরভাগই সিপিএমের সেই অংশ, যারা মমতাকে সরিয়ে বামফ্রন্ট সরকার তৈরি করতে চান, ব্যাস, আর কিচ্ছু নয়, চাই সরকার। লক্ষ্য গদি, সিংহাসন। কিছু ‘ইন্টেলেকচুয়াল’ মধ্যবিত্ত, রেল ইত্যাদি কেরানিকুলের ইউনিয়ন নেতা, চিরটাকাল বোনাস, নিজের মাইনে বৃদ্ধি আর অফিসারদের ধরে, শালা বা শালার ছেলেকে চাকরির উমেদারি করা লোকজন, কোনও রাজনীতিই নয়, কেবল মমতা বিরোধিতা, এমা ইংরিজি উচ্চারণ কি বাজে, ও মা ওগুলো আবার কবিতা নাকি, টালির ঘরে এসি আছে বলা এলিট, ভয়ঙ্কর বিপ্লবী, ন’মাসে ছ’মাসে বিখ্যাত পত্রিকায় লেখা ছাপা হয়, ইত্যাদিরা রাজ্যে বিজেপি হেরে যাবার পর দুটো কথা বলছেন, প্রথম কথাটা হল, মানুষ আসলে নিজের ভাল বোঝে না, দয়া দাক্ষিণ্যেই দিন কাটাতে চায়, তাই মমতাকে ভোট দিয়েছে, আমরা এবং রাজ্য যে তিমিরে সে তিমিরেই রয়ে গেলাম, বিজেপি জিতলেই বা কি হত, মমতা জিতলেই বা কি? সবই তো এক, মুদ্রার এপিঠ আর ওপিঠ। আর এক দল হল বিপ্লবী, ফ্যাসিবাদকে নির্বাচনে হারানো যায় না, এ নির্বাচনে মমতার জয়ে ফ্যাসিবাদের কী এসে যাবে? আমাদের রাস্তায় নামতে হবে, প্রতিরোধ গড়তে হবে ইত্যাদি ইত্যাদি।
২ মে নির্বাচনের রেজাল্ট বের হয়েছে, যে রাজ্য জিততে জান লড়িয়ে দিয়েছিল বিজেপি আরএসএস, সে রাজ্যে তারা গোহারান হেরেছে, কেবল হেরেছে নয়, রাজনৈতিক মহলের খবর, এ রাজ্যে বিজেপির সংগঠনও ভেঙে চুরমার, কেরলে আবার কমিউনিস্টরা, প্রত্যাশিতভাবেই তামিলনাড়ুতে ডিএমকে, আর বিজেপি বাঁচাতে পেরেছে অসম, কিন্তু বহু জট থেকে গেছে সেখানেও। মোটের ওপর উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ঐ যে তিনি, ঐ যে তিনি চলছিলেন, এক ঝটকায় থেমে গেছেন, তিনি অবাক। আর প্রায় সঙ্গে সঙ্গেই সক্কলে জেনে গেছে তিনি অপ্রতিরোধ্য নন, তাঁরও রথের চাকা কাদায় পড়ে, তিনিও হেরে যেতে পারেন, হারেন। দিল্লির কেজরিওয়ালকে সব্বাই ব্যতিক্রম ভাবছিলেন, মমতার জয় সেই ধারণাকে বদলে দিল, অবশ্যই, অবশ্যই তার সঙ্গে যুক্ত হল কেরলে একটা আসনও না পাওয়া, যুক্ত হল তামিলনাড়ুতে কিছুই না করে উঠতে পারা, আসমে ভোট শতাংশ কমে যাওয়া, এ সব যুক্ত হল বৈকি। সঙ্গে সঙ্গে দেশ জুড়ে উলটা গিনতি চালু, হাইকোর্ট কেন্দ্র সরকারের সাধের তোতাপাখিকে ধমকাচ্ছে, সুপ্রিম কোর্ট রাষ্ট্রদ্রোহিতার মোদী ডিকশেনারিকে অগ্রাহ্য করে সাফ বলে দিল, সরকারের বিরোধিতা মানে রাষ্ট্রদ্রোহিতা নয়, উত্তরপ্রদেশে চহল পহল শুরু, যোগীকে রাখলে জেতা যাবে? না কি হিন্দুত্বের এই পোস্টার বয়কে আপাতত ডাম্প করার সময় এসেছে? এই নিয়ে চিন্তন বৈঠক হচ্ছে। রাজনাথ সিং, নীতিন গড়করিরা সুর বদলাচ্ছেন। না ফ্যাসিবাদ নির্বাচনে পরাজিত হয় না, কিন্তু তারা নির্বাচনকে ধরেই নিজেদের আইনত সিদ্ধ করে তুলতে চায়, সামরিক অভ্যুত্থানে হেরে গিয়েছিল নাজি পার্টি, কিন্তু নির্বাচন এর মাধ্যমেই তারা ক্ষমতায় এসেছিল, তারপর নির্বাচনকে চুলোর দোরে পাঠিয়েছিল। এটাই ইতিহাসের শিক্ষা। তাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইটা কেবল রাস্তায় নয়, কেবল নির্বাচনেও নয়, সমস্ত ক’টা ফ্রন্টে লড়াই দিতে হবে। অন্তত নির্বাচনের এক পর্যায়ের হার ফ্যাসিবাদে সম্মোহিত মানুষজনদের ঘুম ভাঙিয়েছে, কৃষকরা তৈরি হচ্ছেন, লকডাউন খুললেই সংসদ অভিযান হবে। আর এরই মধ্যে সুপ্রিম কোর্ট ভ্যাক্সিনেশন নিয়ে কড়া কড়া কথা বলেছে, বলেছে ৪৫ বছরের অবদি আলাদা ভ্যাক্সিন নীতি কেন? সকলকে কেন বিনামূল্যে টিকা দেওয়া হবে না? ভ্যাকসিন কেনার জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ ছিল, তার কী হল? ২০২১ এর মধ্যে ভ্যাক্সিনের রোড ম্যাপ ঠিক করুক কেন্দ্র সরকার, হ্যাঁ এসব সুপ্রিম কোর্ট বলেছে, তারপর তিনি মন কি বাত বলতে এলেন। মোদ্দা কথা যা জানালেন তা হল, ১৮ বছরের ওপরে সব্বার জন্য ফ্রি ভ্যাক্সিন দেবার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার, গল্প মনে পড়ে গেলো, এক সময় পায়ে বল রেখে জাদু দেখাতে পারতেন পি কে, হ্যাঁ পি কে ব্যানার্জি। তো তিনি এক সান্ধ্য পার্টিতে এলেন, পি কে থাকা মানে অন্য কেউ নেই, উজ্জ্বল উপস্থিতি, খানাপিনা হল, তখন পিকে সত্যিই বয়সের ভারে কিছুটা স্লথ, কিন্তু মনের দিক থেকে চনমনে যুবক। রাত গড়ালে জানালেন এবার বাড়ি যাবো, আয়োজকের নির্দেশে দু তিন জন এগিয়ে দিতে গেল, পার্ক হোটেলের সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হঠাৎ পদস্খলন, পড়ে গেলেন, কিন্তু চট করে উঠেও দাঁড়ালেন, পাশের এক স্পোর্টস রিপোর্টারের দিকে তাকিয়ে হাসলেন, বললেন, কিরকম দিলুম বল, আঙুলের গোড়ায় ভর দিয়ে? শিখতে হবে। পিকে আজ নেই কিন্তু এ ঘটনা আমাদের মনে আছে, সুপ্রিম কোর্টের ধ্যাঁতানি খেয়ে মোদীজির ঘোষণা খানিক সেরকমই লাগলো, ভাবখানা এমন যে সরকার সিদ্ধান্ত নিল, কিন্তু এই সিদ্ধান্ত এত দেরীতে কেন? সিদ্ধান্তে দেরির ফলে যে মানুষ মারা গেলেন, তার দায় কে নেবে? বাংলার মুখ্যমন্ত্রী এই জায়জ প্রশ্ন তুলেছেন, এই একই দাবি ছিল পিনারাই বিজয়ন, এম কে স্তালিন, অরবিন্দ কেজরিওয়ালের। আসলে তখন তিনি নিজেকে অপ্রতিরোধ্য ভাবছিলেন, এখন বুঝেছেন, মানুষ অন্য দিকে ঘুরছে, আসলে ইঁদুর কলে ইঁদুরের লেজ আটকেছে। কিন্তু অভ্যেস যাবে কোথায়? চাপে পড়ে সিদ্ধান্ত জানানোর আগে যথারীতি বেশ কিছু মিথ্যে বললেন, সেই পুরনো মিথ্যে, গত ৫০/৬০ বছরে কিছুই হয়নি, যা হল তা এই ২০১৪ র পর থেকেই হল, এবং এক প্যাথলজিক্যাল লায়ারের মত দেশবাসীর সামনে তাঁদের ট্যাক্সের পয়সায় তৈরি করা কাঠামোকে ব্যবহার করে, ভাষণ দিলেন। বললেন, গত ৫০ বছরে ভ্যাক্সিনেশনের কোনও কাজই হয়নি, আগের সরকার কোনও ব্যবস্থাই করেনি, যা করা হয়েছে তা নাকি ২০১৪ র পর করা হয়েছে, বুক বাজিয়ে সবার সামনে মিথ্যে বললেন, অমর্ত্য সেন সম্ভবত এই কারণেই স্কিজোফ্রেনিক কথাটা ব্যবহার করেছেন। উনি আত্মনির্ভর ভারত নিয়ে হ্যালুসিনেট করেন, স্বপ্ন দেখেন, সেটাকেই সত্যি ভাবেন। দেশের সবথেকে বড় ভ্যক্সিন তৈরি করে এমন কোম্পানির নাম, ক্যাডিলা জাইডাস, রমনভাই প্যাটেল এই কোম্পানি তৈরি করেছিলেন ১৯৫২ সালে, ৬৯ বছর আগে, এনাদের ভ্যাক্সিন জুন মাসে বাজারে আসছে, নাম জাইকভ – ডি। সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া যার সিইও আদর পুনাওয়ালা, এই কোম্পানির পত্তন হয় ১৯৬৬ তে, ৫৫ বছর আগে, এই কোম্পানি কোভিশিল্ড তৈরি করেছে। ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড, তৈরি হয়েছে ২৫ বছর আগে ১৯৯৬ তে, এরাই কোভ্যাক্সিন তৈরি করেছে। মিথ্যে কথা বলাটাই যদি অভ্যেস হয়ে যায় তাহলে সেই মানুষ প্রতিটি বিষয়ে প্রতিটি সময় মিথ্যেই বলে, নরেন্দ্রভাই দামোদর দাস মোদী সেই সত্যের সবচেয়ে বড় উদাহরণ। সটান বলে দিলেন, গত ৬০ বছরে কিচ্ছু হয়নি, আমাদের বাবার আমলে স্কুলে স্কুলে বিসিজি র টিকা দেওয়া হত, WHO এর রিপোর্ট কী বলছে? In India, vaccination against polio started on 1985 with Expanded Programme on Immunization (EPI). By 1999, it covered around 60% of infants, giving three doses of OPV to each. বলছে ১৯৮৫ তে পোলিও ভ্যাক্সিনেশন প্রোগ্রাম চালু হয়েছে, ১৯৯৯ এর মধ্যে ৬০% বাচ্চা কে ওই ওরাল ড্রপ দেওয়া গেছে। আরও জানাচ্ছে, The last reported cases of wild polio in India were in West Bengal and Gujarat on 13 January 2011. On 27 March 2014, the World Health Organization (WHO) declared India a polio free country, since no cases of wild polio been reported in for five years. শেষ পোলিও আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল এই বাংলা আর গুজরাট থেকে, ১৩ জানুয়ারি ২০১১ তে। ২৭ মার্চ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানাচ্ছে, যেহেতু গত পাঁচ বছরে পোলিওর একটা ঘটনাও পাওয়া যায়নি, তাই ভারতকে পোলিও মুক্ত দেশ বলে ঘোষণা করা হল। অথচ দেশের মানুষের সামনে দাঁড়িয়ে সটান মিথ্যে বলে গেলেন দেশের প্রধানমন্ত্রী, দেখুন।
https://youtu.be/W2O7kVrilfc (৪.৪৯ – ৬.৪০)
ওনার জানাই নেই যে পোলিও বা স্মল পক্স উনি ক্ষমতায় আসার বহু আগেই দেশ থেকে বিদেয় হয়েছে।
এ হেন মিথ্যেবাদী এক নেতা যখন বলেন বিনামূল্যে কোভিড ভ্যাক্সিনেশন করা হবে, তখন সন্দেহ জাগে বৈকি। প্রশ্ন ওঠে বৈকি, যে দেব তো বলছেন? ভ্যাক্সিনটা কোথায়? কত আছে? কত আসবে? কোথা থেকে আসবে? হিসেবটা কই? এ আবার সেই ১৫ লক্ষ টাকা অ্যাকাউন্টে দেবার মত জুমলা নয় তো?
আমেরিকা আপাতত কোভিড ১৯ সংক্রমণ থেকে অনেকটাই মুক্ত, সেখানে এক ক্যাওস শুরু হয়েছিল, এমনই এক নার্সিসিস্ট মেগালোম্যানিয়াক নেতার জন্য, সেই ট্রাম্প বাহাদুর বিদেয় হয়েছে, তারা সামলে নিয়েছে বিপদ, ভ্যাক্সিনেশন হচ্ছে, কল কারখানা অফিস খুলছে, অসহায় গরীব মানুষের কাছে সরাসরি পৌঁছেছে টাকা, বাজারে টাকা ঘুরছে, অর্থনীতি চাঙ্গা হচ্ছে, জিডিপি বাড়ছে। হ্যাঁ ট্রাম্প বিদায়ের সঙ্গে সঙ্গে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়নি, কিন্তু গণতন্ত্র ফিরে এসেছে, ফলে অর্থনীতির চাকাও ঘুরছে। আমাদের সামনে নিশ্চই কাজ করোনাকে মোকাবিলা করা, কিন্তু তার সঙ্গে এক গুরুত্বপূর্ণ কাজ হল মোদীজির বিদায় সুনিশ্চিত করা, ইনি গেলে করোনার সঙ্গে লড়াইটা মন দিয়ে করা যাবে, আবার কলকারখানার চাকা ঘুরবে, স্কুল খুলবে, বাজার হাট, দোকান খুলবে, মোদী, আরএসএস বিজেপির বিদায় দেশের মঙ্গল নিয়ে আসবে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

আগামীকাল নীলষষ্ঠী, ১২ রাশির জাতক-জাতিকার জীবন কেমন যাবে
শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
পরমার ‘লিপ ফিলিং’ মন্তব্যের জবাবে পোস্ট মিমির
শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
শিক্ষকের সংকট, প্রভাব পঠনপাঠনে, উপায় বাতলে দিল উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদ
শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
ইডেন গার্ডেন্সে কেন এমন পিচ হবে না?
শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
Aajke | আটকাও মমতাকে, ডান, বাম, ইউটিউবার, সাংবাদিক এক হও
শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
গরমেও ঝলমলে ক্যাজুয়াল সাজে কৌশানী
শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
নাইটদের স্পিন-ফাঁদে ধোনির চেন্নাই, লক্ষ্য মাত্র ১০৪
শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
খোলামেলা ওয়ান পিসে গ্ল্যামারাস জাহ্নবী
শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
ধুলো ঝড়ে বিপর্যস্ত দিল্লি, মিলল দাবদাহ থেকে স্বস্তিও
শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
৩ ঘন্টার বৈঠক শেষ! বিকাশ ভবন থেকে বেরিয়ে কী বললেন শিক্ষামন্ত্রী?
শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
কসবার বিক্ষোভে চাকরিহারাদের সঙ্গে ‘বহিরাগতরাও ছিল’, দাবি মনোজ ভার্মার
শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
কবে শুরু হচ্ছে গরমের ছুটি? জানিয়ে দিল স্কুল শিক্ষা দফতর
শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
শিক্ষামন্ত্রী-চাকরিহারাদের বৈঠক শেষ, কী আলোচনা হল? বিরাট মন্তব্য চাকরিহারাদের
শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
লোকসভা কেন্দ্র বারাণসীতে তরুণীকে গণধর্ষণ, কী বললেন মোদি?
শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
উইকেন্ডে চাঙ্গা শেয়ার বাজার, ট্রাম্পের শুল্ক-নীতির জেরেই ঊর্ধ্বগতি?
শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team