খড়গপুর: বুধবার রাতভর লাগাতার বৃষ্টির জেরে প্রবল ধসের কবলে খড়গপুর-হাওড়া লাইন। জলমগ্ন খড়গপুর রেলস্টেশনও। খড়গপুর স্টেশনের নিকট হাতিগোলা সেতুর কাছে লাইনে ধস নামার ঘটনাটি ঘটেছে। যার জেরে বৃহস্পতিবার সকাল থেকেই স্তব্ধ হয়ে যায় হাওড়া-খড়গপুর লাইনে রেল চলাচল। পরপর দুটি ট্র্যাকেই সমস্ত রেল চলাচল কার্যত বন্ধ করে দেয় দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে। রেলসূত্রে জানা গিয়েছে, প্রবল ধসের ফলে একাধিক বিদ্যুতের খুঁটি উপড়ে ভেঙে পড়েছে লাইনের ওপর। যারফলে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে রেললাইনের।
আরও পড়ুন: দুর্গাপুরে বাস,পুলকার,টোটোর স্তূপ, পেট চালাতে লোহার দরে গাড়ি বিক্রি
যদিও দূর্ঘটনার সময় ওই লাইনে ট্রেন না থাকায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছে রেলকর্তৃপক্ষ। অপরদিকে, গোটা খড়্গপুর স্টেশনই প্রায় জলের তলায় চলে গেছে গতকাল রাতের প্রবল বর্ষণের ফলে। পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান দক্ষিণ-পূর্ব রেলের ডিআরএম।
আরও পড়ুন: চালু হচ্ছে না লোকাল ট্রেন, শনি-রবি বন্ধ থাকছে মেট্রো
উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব শাখার এই খড়গপুর স্টেশনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন হিসেবে বিবেচিত হয়। দক্ষিণ ভারতের সঙ্গে পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের সমস্ত ট্রেন খড়গপুর স্টেশন হয়ে দক্ষিণে চলাচল করে থাকে। সুতরাং খড়গপুর ডিভিশনে রেল চলাচলে বিঘ্ন ঘটা মানে পূর্ব রেলের সঙ্গে যোগাযোগে কার্যত বিপর্যয় বলেই মনে করছে রেল কর্তৃপক্ষ। কীভাবে এই পরিস্থিতি থেকে দ্রুত রেল চলাচল স্বাভাবিক করা যায় সেদিকেই নজর রাখছে দক্ষিণ-পূর্ব রেল।