মুম্বই : শাহরুখের(Shah Rukh Khan) জওয়ান(Jawan)-এর দাপটে কাবু হরর ফিল্ম দ্য নান ২(The Nun 2)।শুক্রবার থেকেই শুরু হয়েছে জওয়ান(Jawan)-এর অ্যাডভান্স বুকিং।ফার্স্ট উইকেন্ডে শাহরুখের নতুন ছবির প্রায় সব শো-ই হাউসফুল।যে কারণে রীতিমতো বিপদে পড়েছে হলিউডের প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স(Warner Brothers)। জওয়ান মুক্তি পাওয়ার পরদিনই বড়পর্দায় আসছে হাড় হিম করা ভূতের ছবি দ্য নান ২।কিন্তু সিনেমাহল নিয়ে দারুণ সমস্যায় পড়েছে প্রযোজনা সংস্থা।দেশের অধিকাংশ হলেই মুক্তি পাচ্ছে জওয়ান।মাল্টিপ্লেক্সের(Multiplex) পাশাপাশি সিঙ্গল স্ক্রিনেও(Single Screen) জওয়ান-এর রাজত্ব।তাই বেশি পর্দায় মুক্তি পাচ্ছে না দ্য নান ২।যদিও হাল ছাড়তে নারাজ ছবির নির্মাতারা।নিয়মিত মাল্টিপ্লেক্স ও সিঙ্গলস্ক্রিন মালিক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তাঁরা।শুক্রবার বক্সঅফিসে ঝড় তুলতে আসছে শাহরুখের প্যান ইন্ডিয়ান ফিল্ম জওয়ান। পাঠান-এর সাফল্যের পর কিং খানের নতুন ছবি নিয়ে যে দর্শকের দারুণ আগ্রহ রয়েছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।আর জওয়ান-এর অ্যাডভান্স বুকিং শুরুর ২৪ঘন্টা পেরোনোর আগেই সেকথা মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছে।করোনা অতিমারির কারণে বিগত দুই বছরে মোটেও ভাল ব্যবসা করেনি সিঙ্গলস্ক্রিন গুলো।বহু সিনেমাহল কোভিডকালের পরে বন্ধ হয়ে গিয়েছে।যেগুলো খোলা রয়েছে সেগুলোও ধুঁকছে মাল্টিপ্লেক্সের দাপটে।কয়েক বছরের মধ্যে বক্সঅফিসে বিরাট সাফল্যে পেয়েছে,এইরকম বলিউড ফিল্মের সংখ্যা হাতে গোনা।এর মধ্যে আশার আলো দেখাচ্ছে জওয়ান।শাহরুখ খানের হাত ধরেই ঘুরে দাঁড়াতে মরিয়া সিঙ্গল স্ক্রিনের মালিকরা।ভাল ব্যবসার আশা করছে মাল্টিপ্লেক্স গুলোও।জানা যাচ্ছে,শুক্রবার থেকে দেশের অধিকাংশ সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে একাই রাজত্ব করবে জওয়ান।শুধু উত্তর,পূর্ব বা পশ্চিম ভারতে নয়,দাক্ষিনাত্যেও এখন কিং খান ম্যানিয়া।
জওয়ান-এর মিউজিক লঞ্চের পর থেকে তামিলনাডু,অন্ধ্রপ্রদেশ,তেলেঙ্গানা সর্বত্রই বইছে জওয়ান হাওয়া।ছবির পরিবেশনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে দেশের সব প্রথম সারির ছবি পরিবেশকরা।বিদেশে ছবির ডিস্ট্রিবিউশন করছেন স্বয়ং আদিত্য চোপড়ার সংস্থা যশ রাজ ফিল্মস।জওয়ান-এর এই ভরা জোয়ারে মোটেও হালে পানি পাচ্ছে না ওয়ার্নার ব্রাদার্সের জমজমাট ভূতের ছবি দ্য নান ২।কয়েক বছরের মধ্যে একের পর এক হলিউড ভারতের বক্সঅফিসে বাজিমাত করেছে। তালিকায় রয়েছে মিশন ইমপসিবল কিংবা ওপেনহাইমার-এর মতো হলিউড ছবি।যদিও দাঁত ফোটাতে পারছে না দ্য নান ২।জওয়ান-এর মতো দ্য নান ২ দেখার অপেক্ষাতেও রয়েছেন সিনেপ্রেমীরা।কিন্তু তেমনভাবে সিনেমাহলই পাচ্ছেন না দ্য নান ২-র নির্মাতারা।এই মুহূর্তে বক্সঅফিসে দাপট দেখাচ্ছে গদর ২।ভাল ব্যবসা করছে ড্রিম গার্ল ২ও।বাজারে টিকে রয়েছে ও মাই গড ২ও।কিন্তু এই বৃহস্পতিবারের মধ্যেই সিংহভাগ পর্দা থেকে বিদায় নেবে সবকটি ছবি।সেপ্টেম্বর মাস জুড়ে বক্সঅফিসে একাই রাজ করবে জওয়ান।