ধূপগুড়িতে: মহকুমার দাবিতে আগামী তিন মাসের মধ্যে সিলমোহর পড়তে চলছে ধূপগুড়িতে। ধূপগুড়ির উপনির্বাচনের প্রচারে এসে এমনটাই জানিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।মহকুমার করার দায়িত্ব নিলেন নিজের কাঁধে। শনিবার সভা মঞ্চ থেকে সাধারণ মানুষ সহ তৃণমূল কংগ্রেসের জনসভায় উপস্থিত সকলকে অভিষেক প্রশ্ন করেন আপনাদের কী দাবি রয়েছে? সকলেই ধূপগুড়িকে মহকুমার করার দাবি জানায় অভিষেক বন্দোপাধ্যায়কে।এরপরই তিনি এদিনের সভা মঞ্চ থেকে জানান, তিন মাস অর্থাৎ আগামী ডিসেম্বর মাসের মধ্যে ধূপগুড়িকে মহকুমাতে রুপান্তরিত করা হবে।
উল্লেখ্য ধূপগুড়িকে মহকুমার করার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে ধূপগুড়ি নাগরিক মঞ্চ। এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও ধূপগুড়িকে মহকুমার করার দাবি তুলে ধরা হচ্ছিল। এদিন সভা মঞ্চ থেকেই ধূপগুড়িবাসীর সেই দাবিকেই সিলমোহর দিলেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।
আরও পড়ুন: রানাঘাটে কুন্দনকে জিজ্ঞাসাবাদ আসানসোল পুলিশের
এই বিষয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, এই মহকুমার দাবি দীর্ঘ দিনের। আমরা এর জন্যে ১২ বছর ধরে আন্দোলন করে আসছি। এর জন্য আমাদের ছাত্র সংগঠন, গণ সংগঠন আন্দোলন করে আসছে। এটা ন্যা্য্য দাবি। কিন্তু প্রশ্ন হল, নির্বাচনের দুদিন আগে এই ঘোষণা করার অর্থ ভোটারদের প্রভাবিত করা। উনি কে যে এই ঘোষণা করতে পারেন? একজন সাংসদ এসে বলে দিল তার কী গুরুত্ব আছে? তবে এটা নির্বাচন কমিশনের দেখা উচিত। আচরণ বিধি লঙ্ঘন করেছে কি না দেখতে হবে।