কলকাতা: মুর্শিদাবাদের সুতিতে গোথা এ.আর. হাইস্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় সিআইডি তদন্তে সন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, এবার সিআইডি তদন্ত ঠিক পথেই এগোচ্ছে। মনে হচ্ছে, সিবিআইয়ের আগেই সিআইডি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। ওই মামলার পরবর্তী শুনানি ১৮ সেপ্টেম্বর।
এদিন এজলাসে সিআইডির আইনজীবীর কাছে বিচারপতি বসু জানতে চান, নথি জালিয়াতি করে আরও যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের চিহ্নিত করা গিয়েছে কি না। আইনজীবী জানান, অনেককেই চিহ্নিত করা হয়েছে। বিচারপতির পাল্টা প্রশ্ন, তাঁদের কি ডাকা হয়েছে? জবাবে সিআইডির আইনজীবী বলেন, আমরা এখন নথি পরীক্ষা করছি। এই প্রক্রিয়া শেষ হলে তাঁদের ডাকা হবে। বিচারপতি বলেন, ওই শিক্ষকদের উপর স্কুল পরিদর্শকদের নজর রাখতে বলুন।
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের বিবরণ প্রিসাইডিং অফিসারের হলফনামায়
বাবা আশিস তিওয়ারি স্কুলেই নথি জালিয়াতি করে চাকরি পান অনিমেষ তিওয়ারি। তা নিয়ে আদালতে মামলা হয়। সিআইডি তদন্তের নির্দেশ দেন বিচারপতি বসু। মামলাকারীর অভিযোগ ছিল, প্রধান শিক্ষক বাবা সব জেনেশুনেই এই কাজ করেন। তদন্তে নেমে সিআইডি বাবাকে গ্রেফতার করলেও ছেলেকে ধরতে পারেনি। বেশ কয়েক মাস পর অনিমেষকে গ্রেফতার করা হয়। এরপরই তদন্তের ধীরগতি নিয়ে সিআইডিকে তোপ দাগেন বিচারপতি বসু। তিনি বলেন, আপনাদের উপর বিশ্বাস রেখে সিআইডি তদন্তের কথা বলেছিলাম। আপনারা সেই বিশ্বাস রাখতে পারছেন না। এরকম চললে সিবিআইকে তদন্তভার দেবেন বলেও হুঁশিয়ারি দেন বিচারপতি।