২০২১ সালের ক্যালেন্ডারের জন্য বলিউড ফটোগ্রাফার ডাব্বু রতনানির ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন নামজাদা বলিউড অভিনেত্রীরা। এবার দেখা গেল বলিউড সুন্দরী ঐশ্বর্য রাইকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ফটোগ্রাফার নিজেই। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল। অভিনেত্রীর সৌন্দর্যের জাদুতে এবারেও তার অনুরাগীরা মুগ্ধ। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘যখন তুমি আলোয় প্রবেশ করো সেটাকে বাইরে থেকেও দেখতে পাবে। ডাব্বু রতনানির ক্যালেন্ডারের জন্য’। মনোক্রোম ছবিতে ঐশ্বর্যকে এলোমেলো চুলে ট্রেঞ্চ কোর্ট পরে দেখা গেল। একেই বলে নীলয়নয়নার জাদু। ডাব্বুর ক্যালেন্ডারের জন্য এই নিয়ে ঐশ্বর্য ২২ তম শ্যুট করলেন। আপাতত প্রাক্তন বিশ্বসুন্দরী- অভিনেত্রী ঐশ্বর্য রাই দক্ষিণ ভারতে মনিরত্নমের তামিল ছবি ‘পুণ্যিয়ানি সেলভান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। সম্প্রতি অভিষেক ও আরাধ্যাকে নিয়ে ছবির সহশিল্পী শরৎকুমার ও তার দুই মেয়ের সঙ্গে ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি। মা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছে তিনি নাকি সন্তানসম্ভবা! ডাব্বু রত্নানির ক্যালেন্ডার ফোটোশ্যুটে। সেমি ন্যুড থেকে ন্যুড -এই বিষয়টি যেন এখন জলভাত বলি অভিনেত্রীদের কাছে। সেক্সি মারকাটারি ফিগারে শরীরী উষ্ণতায় রীতিমতো ঝড় তুলছেন লাস্যময়ীরা। সম্প্রতি বলিউডের ফটোগ্রাফার ডাব্বুর ফোটোশ্যুটে ঝড় তুললেন ঐশ্বর্য রাই বচ্চন। নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি অন্তঃসত্ত্বা অবস্থাতেই কি ২২-তম ক্যালেন্ডার শুট সারলেন ঐশ্বর্য?