কলকাতা: সরকারি হাসপাতালে (Goverrment Hospital) রোগী-ভোগান্তির ছবিটা আজও অব্যাহত। চিকিৎসা (Treatment) করাতে এসে হয়রানির মুখে পড়তে হয় রোগী ও তাঁদের পরিবারের লোকেদের। তবে এর মধ্যেই কিছু আশার আলো দেখা যাচ্ছে। এবার রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে রোবোটিক সার্জারি (Robotic Surgery) চালু হতে চলেছে। যদিও বেসরকারি হাসপাতালে অনেক আগেই এই সার্জারি চালু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, পুজোর পরেই কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে (Hospital) রোবোটিক সার্জারি চালু হয়ে যাবে। ইতিমধ্যেই সেজে উঠেছে হাসপাতালের অপারেশন থিয়েটার। চিকিৎসকেরা জানাচ্ছেন, ওই পরিষেবা চালু হলে বহু মানুষ উপকৃত হবেন।
রোবোটিক সার্জারির বিষয়টি তত্ত্বাবধানে জন্য ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে রয়েছেন ৪ জন। তাঁরা হলেন হাসপাতালের এমএসভিপি সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা। এর সাহায্যে সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম অস্ত্রোপচার রক্তপাত ছাড়াই সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে একবারে মানবযন্ত্রহীন নয় এই রোবট। সার্জেনরাই এই রোবটকে নিয়ন্ত্রণ করবেন। এর জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে চিকিৎসকদের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই রোবটের দাম ১০ থেকে ১২ কোটি টাকা। বিক্রেতা সংস্থার সঙ্গে একটি চুক্তি হয়েছে এসএসকেএম হাসপাতাল ও স্বাস্থ্য দফতরের। সেই চুক্তি অনুযায়ী, এক বছর নিখরচায় পরিষেবা দেবে এই রোবট।
আরও পড়ুন:ঘোড়ার পিঠে চলন্ত লাইব্রেরি উত্তরাখণ্ডের নৈনিতালে
রোবোটিক সার্জারি হল রোবোটিক হাতের সঙ্গে সংযুক্ত খুব ছোট সরঞ্জাম ব্যবহার করে অস্ত্রোপচার করার একটি পদ্ধতি। সার্জন একটি কম্পিউটার দিয়ে রোবোটিক হাত নিয়ন্ত্রণ করেন। কম্পিউটার স্টেশনে বসে একটি রোবটের গতিবিধি নির্দেশ করেন। হাসপাতালের এক চিকিৎসক জানান, রোগীর বেড থেকে কিছুটা দূরে থেকে এই অস্ত্রোপচার নিয়ন্ত্রণ করা হবে। চিকিৎসকের সামনে থাকবে একটি থ্রিডি স্ক্রিন। তার সাহায্যে তিনি রোবটকে নির্দেশ দেবেন কীভাবে অস্ত্রোপচার হবে। সেক্ষেত্রে কোনও রোগীর পেটের ভিতরে টিউমার থাকলে চিকিৎসকের নির্দেশ মতো এই রোবট ছোট ছিদ্র করে ক্যামেরা ঢোকাবে। তারফলে সার্জন দেখতে পাবেন কোথায় টিউমার রয়েছে। সেই মতোই তিনি রোবটকে অস্ত্রোপচারের নির্দেশ দেবেন। একজন চিকিৎসকের মস্তিষ্কের নির্দেশ মতোই কাজ করবে সেই রোবট।