কলকাতা: সিবিআইয়ের ( CBI) কোনও তলবি নোটিস পাননি বলে সাংবাদিক সম্মেলনে দাবি করলেন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। বৃহস্পতিবার তিনি বলেন, যদি কোনও এজেন্সির তলব করে তবে অবশ্যই যাব। কিন্তু আমি এখনও কোনও নোটিস পাইনি। আমরা বিরুদ্ধে একটা রাজনৈতিক যড়যন্ত্র চলছে অনেক দিন ধরে। সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে নানা খবর খাওয়ানো হচ্ছে। যারা আমরা সম্মানহানি করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। তিনি আরও বলেন, মানুষ আমার পাশে আছে।
প্রসঙ্গত, পুর নিয়োগ দুর্নীতি মামলায় গত ২৪ অগাস্ট সুজিত বসুকে চিঠি দিয়ে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনটাই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হয়েছিল। সুজিত তারপর থেকে সমানে দাবি করে এসেছিলেন,তিনি কোনও চিঠি পাননি। বুধবার রাখি বন্ধনের এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামিকাল সাড়ে ১১টার পর সাংবাদিক সম্মেলন করে আমরা বক্তব্য জানিয়ে দেব। আমি এখনও বলছি, সিবিআই বা ইডি কারও কাছ থেকেই কোনও চিঠি পাইনি।
আরও পড়ুন: চলতি মাসেই বিদেশ সফরে মুখ্যমন্ত্রী, ছাড়পত্র দিল স্বরাষ্ট্রমন্ত্রক
সুজিতকে ডাকা হয়েছে, এই খবর সংবাদমাধ্যমে আসার পরই বিধাননগরের তৃণমূলী রাজনীতিতে সুজিতের কট্টর বিরোধী বলে পরিচিত বিধাননগর পুরনিগমেপ চেয়ারম্যান সব্যসাচী দত্ত সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন। সেখানে তিনি বলেন, ইডি বা সিবিআই যদি কাউকে ডাকে, তবে তাঁর অবশ্য হাজিরা দেওয়া উচিত। সুজিত এবং সব্যসাচীর ‘মধুর’ সম্পর্কের কথা বিধাননগরের একটা বাচ্চা ছেলেও জানে। এদিন সাংবাদিক সম্মেলনে সুজিত তাঁর তীব্র প্রতিদ্বন্দ্বী সব্যসাচীকেই বার্তা দিলেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে তাঁর সাংবাদিক সম্মেলন শেষ হতে।
সুজিত বলেন, কিছু সংবাদমাধ্যম আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে। আপনাদের কাছে যদি চিঠি থাকে, তাহলে দেখান। কিছু রাজনৈতিক নেতা বেশকিছু মন্তব্য করছেন। তারা আগে আয়নায় নিজেদের মুখ দেখুন। আমার সামাজিক সম্মান নষ্ট করার অধিকার কারও নেই।