কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ছাত্র মৃত্যুর ঘটনায় পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দেওয়ার মামলায় জামিন পেলেন তিন অভিযুক্ত। তবে জামিন পেলেও জেল থেকে মুক্তি পাবেন শুধু জয়দীপ ঘোষ। বাকি দুজনকে এখনও থাকতে হবে পুলিশ হেফাজতেই।
গত ৯ অগাস্ট ঘটনার রাতে পুলিশকে যাদবপুরের মেন হস্টেলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে কয়েকদিন আগেই জয়দীপ ঘোষ নামে যাদবপুরের ওই প্রাক্তনীকে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগ, জয়দীপকে এই কাজে সাহায্য করেছিলেন যাদবপুরের বর্তমান ছাত্র দীপশেখর দত্ত ও মনোতোষ ঘোষ। জয়দীপ ছাড়া পেলেও দীপশেখর ও মনোতোষকে এখনও জেলে থাকতে হবে। কারণ, ছাত্র মৃত্যুর মূল মামলায় তাদের জামিন হয়নি।
আরও পড়ুন: রামলীলা ময়দানে তৃণমূলের সমাবেশে ‘না’ দিল্লি পুলিশের
ছাত্র মৃত্যুর ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার প্রাক্তনী জয়দীপ, দীপশেখর দত্ত এবং মনতোষ ঘোষকে বুধবার আদালতে পেশ করে পুলিশ। আদালত সূত্রের খবর, ২০০০ টাকার বেল বন্ডে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে তিনজনকে। পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় অভিযুক্তদের আইনজীবীরা আদালতে জানান, পুলিশ জানিয়েছে, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা পেয়েছিল ৯ অগস্ট রাতে। সরকারি আইনজীবী বলেছিলেন, সেদিন যদি পুলিশকে বাধা না দেওয়া হত তা হলে হয়ত বাঁচানোও যেতে পারত ওই ছাত্রকে।সরকারি আইনজীবীর এই মন্তব্য নিয়েও প্রশ্ন তোলেন অভিযুক্তদের আইনজীবীরা। পুলিশকে আটকানোর সঙ্গে চিকিৎসার কোথায় সম্পর্ক রয়েছে। ছাত্ররা চিকিৎসায় সহযোগিতা করেছে। অভিযুক্তরা পুলিশের সঙ্গে সহযোগিতা করেছে।