কুলতলি: স্বামী না থাকার সুযোগে গৃহবধূকে ধর্ষনের অভিযোগ। গ্রেফতার এক। ধৃতের নাম বাবুরালি গাজি। বুধবার তাকে বারইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এদিন ঘটনাটি ঘটেছে কুলতলির ৭ নম্বর মেড়িগঞ্জ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুলতলির মেড়িগঞ্জ এলাকায় রাতে বাড়িতে স্বামী না থাকার সুযোগে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। গৃহবধূর অভিযোগ, তাঁর স্বামী কাজে যাওয়ায় রাতে সন্তানদের নিয়ে ঘরের মধ্যে ছিলেন তিনি। তখনই অভিযুক্ত বাবুরালি গাজি ঘরের মধ্যে এসে জোর করে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। চিৎকার করলে তাঁর সন্তানদেরকে খুন করার হুমকি দেয় বাবুরালি।
আরও পড়ুন: ধূপগুড়ি উপনির্বাচনে অতিরিক্ত ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিল নির্বাচন কমিশন
এরপর রাতে স্বামী বাড়ি ফিরলে স্ত্রীর এই ঘটনার কথা জানতে পারেন সে। স্ত্রীর কাছে থেকে সমস্ত ঘটনা শোনেন। ঘটনার কথা জানাজানির পরই অভিযুক্ত বাবুরালির খোঁজ শুরু করেন গ্রামবাসীরা। খোঁজাখুঁজির পর বাবুরালিকে ধরে বেধড়ক মারধর করেন গ্রামবাসীরা। পরে কুলতলি থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে গোটা বিষয়টি জানেন। পরে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ বারইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।