Placeholder canvas
কলকাতা শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock
Aajke | অভিষেককে ইডি গ্রেফতার করতে পারে?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  কৃশানু ঘোষ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ১০:৩০:০০ পিএম
  • / ২৫৫ বার খবরটি পড়া হয়েছে
  • কৃশানু ঘোষ

দুর্নীতি আছে, মানুষের টাকা মেরে কোটি কোটি টাকা কামানোর ইতিহাস আছে, বাড়িতে লক্ষ কোটি টাকা উদ্ধারের ছবি আছে। বুদ্ধ থেকে রামকৃষ্ণ সম্পদ আহরণ আর লালসা ভোগের বিরুদ্ধে অনেক কথা বলেছেন, তাতে না অর্থ সম্পদের লালসা কমেছে, না জীবনের অন্য লালসা, তৃষ্ণা, লাস্ট এতটুকু কমেছে। এক শ্রেণির মানুষ এই শর্টকাটের রাস্তা ধরবেই আর তাদেরকে ঠেকানোর জন্যই রাষ্ট্রের বিভিন্ন এজেন্সি থাকবে, পুলিশ, আইবি, সিবিআই, ইডি ইত্যাদি। আধুনিক রাষ্ট্র উদ্ভব হওয়ার সঙ্গে সঙ্গেই এই নজরদারিও বাড়াতে হয়েছে। কিন্তু সাধারণভাবে রাষ্ট্রের অসম্ভব গরিব আর অত্যন্ত বড়লোকদের এক অংশ এই আইনের তোয়াক্কা করেনি। কিন্তু বাকি এক বিরাট জনগণ আইন মেনে চলাটাই শ্রেয় বলে মনে করেছেন। কারও বাড়িতে পুলিশ যাওয়া মানে এক সামাজিক চাপ তৈরি হওয়াটা ছিল স্বাভাবিক। কিন্তু যখন তা উদ্দেশ্যমূলক হয়েছে? ধরুন স্বাধীনতার আগে হঠাৎ পাড়ার লোকজন জানতে পারলেন ছেলেটি চট্টগ্রাম অস্ত্রাগার দখলের লড়াইয়ের সঙ্গে যুক্ত, তাই পুলিশ এসেছে। তখন এই সামাজিক চাপ আর থাকতো না। দেশ স্বাধীন হওয়ার পরে তার প্রশ্নও ছিল না। কিন্তু গত ৯ বছরের রাষ্ট্র কাঠামোর চরিত্র সাফ বলে দেয়, আপনি সরকার বিরোধী হলে যে কোনও অজুহাতে আপনাকে গ্রেফতার করা হতে পারে। তার সঙ্গে দুর্নীতি থাকা বা না থাকার কোনও সম্পর্কই নেই। কাজেই যখন রাজ্যের মুখ্যমন্ত্রী আগাম জানিয়ে রাখেন যে অভিষেক গ্রেফতার হতে পারে তখন সেটাই খুব স্বাভাবিক হয়ে দাঁড়ায়, গ্রেফতার হতেই পারতেন অজিত পাওয়ার, ছগন ভুজবল, প্রফুল্ল প্যাটেল, তাঁরা দল বদলেছেন, এখন ইডি অফিসারদের ঘাড়ে ক’টা মাথা যে তাদের দরজায় কড়া নাড়ে? বিষয় আজকে সেটাই, অভিষেককে ইডি গ্রেফতার করতে পারে।

মমতা বলেছেন, কিন্তু সেটা কি খুব নতুন কিছু, রাজ্যে একের পর এক গ্রেফতার তো হচ্ছে আর শুরু থেকেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে। এবং ইডি সূত্র তো এতদিনে অন্তত পাঁচ-ছ’ বার জানিয়েছে যে গরু পাচার মামলা, কয়লা পাচার মামলাতে অভিষেক যুক্ত। সংবাদমাধ্যমের একাংশে তা ফলাও করে বলাও হয়েছে। হতেই পারে, আমাদের দেশের রাজনৈতিক দল আর তাদের নেতদের মধ্যে দুর্নীতির কথা তো সবাই জানে। আমার প্রশ্নটা ঠিক সেটা নয়। আমার প্রশ্ন দুটো, প্রথম প্রশ্ন হল এই মামলা সাজানো হচ্ছে কি না? কারণ ক’দিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্ডের দফতরে রঘু ডাকাতের দল থুড়ি ইডির দল ঢুকেছিল। তারা চলে আসার পরে দফতরের কর্মচারীরা দেখেন বিশেষ একটি কম্পিউটারে বেশ কিছু ফাইল ডাউনলোড হয়েছে, সেগুলোর ডাউনলোডের সময়ে ইডি অফিসারদের দখলেই ছিল ওই কম্পিউটারটি। 

আরও পড়ুন: Aajke | দত্তপুকুরের রহস্যের নেপথ্যে 

তদন্ত চলছে চলুক। কিন্তু আমার মনে পড়ে গেল, অনেকেরই মনে পড়ে যাবে হাজারিবাগ থেকে মাওবাদী সংগঠনের সঙ্গে যোগসাজশ আছে এই অভিযোগে স্ট্যান স্বামী এক অশীতিপর জেসুইট চার্চের ফাদারকে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে জেলে অকথ্য অত্যাচার করা হয়, তিনি জেলেই মারা যান, তাঁর কম্পিউটারে ঠিক এরকমই বেশ কিছু জিনিস ছিল যা পরে জানা যায়। জানা গিয়েছিল, সে সব ফাইল, চিঠি কম্পিউটার বাজেয়াপ্ত করার পরে ডাউনলোড হয়েছিল। আনে পদ্ধতিটা নতুন নয়। অন্যদিকে ইডি এই তথ্য এত তাড়াতাড়ি বেরিয়ে আসার পরে খানিক বিব্রত, তাঁরা ভেবেছিলেন এটা ধরা পড়বে না। তাঁদের এক্সপ্লানেশন ক্লাস সিক্সের ছাত্রের অজুহাতের থেকেও দুর্বল। ইডির এক অফিসারের সন্তানের স্কুলের বিষয়ে তিনি ওই কমপিউটারে বসে সার্চ করছিলেন, তখন ওই ফাইলগুলো ডাউনলোড হয়। একবার পুরো ঘটনাটা ভাবুন, ইডি অফিসারেরা তদন্তে গেলেন, হাই প্রোফাইল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে। সেখানে তদন্ত চলাকালীন এক অফিসার ওই দফতরের একটা কম্পিউটারে তাঁর সন্তানের স্কুলের বিষয়ে গুগল সার্চ করছিলেন। ধোপে টিকবে এই অজুহাত? কেউ বিশ্বাস করবে? আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, ইডি অফিসারেরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে গিয়ে সেই দফতরের কম্পিটারে বসে ব্যক্তিগত কাজ করতে গিয়ে না বুঝেই কিছু ডকুমেন্টস ডাউনলোড করে ফেললেন, এটা কি বিশ্বাসযোগ্য? এটা কি আসলে এক ষড়যন্ত্র নয়? শুনুন মানুষ কী বলছেন।  

এবারে আসি দু’ নম্বর প্রশ্নে, অপরাধীরা যদি রাজনৈতিক শিবির বদল করেই পার পেয়ে যায়, তাহলে এসব দুর্নীতি, দুর্নীতি বিরোধী কথাবার্তা, জ্ঞান, না খাউঙ্গা, না খানে দুঙ্গা গোছের বাওয়ালের মানেটা কী? আসলে ইডি বা বলা ভালো ইডির মালিক, প্রভুরা ঠিক কী চাইছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি। যদি তিনি কোনও দুর্নীতি আদৌ করে থাকেন, তা খুঁজে বার করতে ইডিকে তো পাঠানো হয়নি, পাঠানো হয়েছে বশ্যতা মানার প্রোপোজাল দিয়ে। সব মিলিয়ে এই দুর্নীতি বিরোধী অভিযান আসলে রাজনৈতিক বশ্যতা স্বীকারের এক অস্ত্র, এর সঙ্গে দুর্নীতির কোনও সম্পর্ক নেই। কাজেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে ইডি হানা দিল, তিনি গরু পাচার না কয়লা পাচারের সঙ্গে বা আরও কোনও দুর্নীতির সঙ্গে জড়িত বা জড়িত নয় সেটা এখানে বিবেচনার বিষয়ই নয়, বিষয়টা হল বিজেপি অভিষেক বা তাঁর দলকে বশ্যতা স্বীকার করাতে চায়। আর সেই বশ্যতা মানানোর চাপের খেলাই চলছে সারা দেশ জুড়ে।  

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

আবেগঘন ভাষণে ধীরুভাই আম্বানিকে স্মরণ পুত্রবধূর​
শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
নতুন বছরে একরত্তির ছবি প্রকাশ্যে আনলেন সোনম​
শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
ভোটের আগে বিরাট পদক্ষেপ বিজেপির! দিল্লিতে এবার নয়া বিতর্ক​
শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
মাঝ আকাশে হুলুস্থুল কাণ্ড! ফের বিমানে বিপত্তি, কোথায়?
শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
 দুহাজার কোটির আদানি ঘুষ কাণ্ডে আমেরিকার আদালত কী নির্দেশ দিল জেনে নিন
শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
অবাধ্য সন্তানকে উচ্ছেদ করা যাবে সম্পত্তি থেকে, জানাল সুপ্রিম কোর্ট
শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
ঝাড়খণ্ডে ফের বাঘ আতঙ্ক!
শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
কোথায় হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ? জানুন বড় আপডেট​
শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
কেরলে পেরিয়া কাণ্ডে ১০ সিপিএম কর্মীর যাবজ্জীবন কারাদণ্ড​
শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
ব্লিঙ্কিটের পক্ষ থেকে চালু করা হলো নতুন পরিষেবা​
শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
মুখ্যমন্ত্রীর ধমকের পর মা উড়ালপুল নিয়ে পুলিশের পক্ষ থেকে নেওয়া হল সিদ্ধান্ত​
শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
ফের নাটক দক্ষিণ কোরিয়ায়, প্রেসিডেন্ট পাকড়াও অভিযান ব্যর্থ পুলিশের​
শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
কেমন থাকবে আজকের আবহাওয়া? দেখে নিন এক নজরে
শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
নিজেদের অফিসারকেই গ্রেফতার করল CBI! অভিযোগ গুরুতর​
শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
অশান্ত বাংলাদেশ ! বাড়ানো হল গঙ্গাসাগর মেলার নিরাপত্তা​
শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team