তেহট্ট: পঞ্চায়েত নির্বাচনের সমবায় নির্বাচনে তেহট্টে লাল ঝড় অব্যাহত। তেহট্ট বিধানসভার প্রাণকেন্দ্র নাটনা সমবায় সমিতির নির্বাচনে বিজেপিকে শূন্য করে তৃণমূলকে পর্যুদস্ত করে নিরঙ্কুশ জয় পেল বামেরা। যদিও বামেদের এই জয়কে গুরুত্ব দিতে নারাজ শাসকদল তৃণমূল। বামেদের দাবি, আগামী লোকসভা নির্বাচনে বামেদের পুনরুত্থান শুধু সময়ের অপেক্ষা।
নদিয়ার তেহট্ট ব্লকের নটনা সমবায় সমিতির নির্বাচন হয় রবিবার। ভোট গ্রহণ শেষে রবিবার রাতেই ভোট গণনার মধ্য দিয়ে ঘোষিত হয় ফলাফল। মোট ৫০ আসন বিশিষ্ট নাটনা সমবায় সমিতির নির্বাচনে ৪৪টি আসন দখল করে বামেরা। মাত্র ৬টি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপি একটিও আসনে জয়ী হতে পারেনি। পঞ্চায়েত নির্বাচনের পর এর সমবায় নির্বাচনেও বামেদের জয়ী উচ্ছসিত বাম নেতাকর্মীরা। উল্লেখ্য, তেহট্ট ১ নম্বর ব্লকের অধীন ১৪টি গ্রাম পঞ্চায়েতের প্রায় সবকটি বিরোধীদের দখলে যায়। পরবর্তীতে এক প্রধান দলবদল করে তৃণমূলে যোগ দেওয়ায় মাত্র একটি পঞ্চায়েত দখলে রয়েছে তৃণমূলের।
আরও পড়ুন: লোকসভা ভোটের আগে অভিষেক গ্রেফতার! আশঙ্কা মমতার
যদিও এই পরাজয়কে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতা তথা সংখ্যালঘু সেলের জেলা সভাপতি জুলফিকার আলি খান বলেন, নিজেদের সদস্যদের ৮০-এর দশক থেকে ভোটার করে রেখে দিয়েছে বামফ্রন্ট। এটা ওদের দলের অভ্যন্তরে নির্বাচন ছাড়া আর কিছুই নয়। যদিও এই জয়ে আগামী লোকসভা নির্বাচনে আশার আলো দেখছেন বাম নেতৃত্ব। প্রাক্তন বিধায়ক রঞ্জিত মণ্ডলের দাবি, আগামী লোকসভা নির্বাচনে বামেদের খুব ভালো ফলাফল হবে এ ব্যাপারে আমরা দৃঢ় প্রত্যয়ী। পরপর নির্বাচনে আগাম সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।