মুজফফরনগর: সর্বভারতীয় সংবাদসংস্থা অল্ট নিউজের (Alt News) সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেরের (Mohammad Zubair) বিরুদ্ধে এফআইআর করল মুজফফরনগরের (Muzaffarnagar) পুলিশ। দিনকয়েক আগে এক স্কুলপড়ুয়াকে শিক্ষিকার নির্দেশে মারধর করেছিল তার সহপাঠীরা। সেই ছাত্রের ব্যক্তিগত তথ্য প্রকাশ করার দায়ে দায়ের হয়েছে এফআইআর। জনৈক বিষ্ণু দত্তের অভিযোগের ভিত্তিতে জুবেরের বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস আইনের (Juvenile Justice Act) ৭৪ ধারায় মামলা করা হয়েছে।
মুজফফরনগরের নেতাজি পাবলিক স্কুলের ঘটনা সাড়া ফেলেছে গোটা দেশে। ৬০ বছর বয়সি তৃপ্তা ত্যাগীর বিরুদ্ধে অভিযোগ, ক্লাসের বাকি পড়ুয়াদের ওই মুসলিম ছাত্রকে মারার নির্দেশ দিয়েছিলেন তিনি। ভাইরাল হওয়া ভিডিওতে শিক্ষিকাকে বলতে শোনা যায়, “আমি তো ঘোষণা করেই দিয়েছি, যত মহামেডান ছাত্র আছে, তারা যেখানে খুশি চলে যাও।” ওই পড়ুয়ার বাড়ির লোকের অভিযোগ, নামতা ভুল বলায় এই শাস্তি দিয়েছেন শিক্ষিকা।
আরও পড়ুন: চাঁদকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করা হোক, দাবি হিন্দু মহাসভার সভাপতি চক্রপাণি মহারাজের
এদিকে শিক্ষিকা ত্যাগী পরে এই ঘটনায় ক্ষমা চাইলেও তিনি হিন্দু-মুসলিম বিতর্ক মানছেন না। তিনি বলেন, তাঁর স্কুলে প্রচুর মুসলিম ছাত্র পড়ে, শিশুটিকে শাস্তি দেওয়ার কারণ ধর্ম নয়। তবে সহপাঠীদের হাতে মার খাওয়ানো ভুল হয়েছে একথা স্বীকার করেছেন তিনি, তার জন্য করজোরে ক্ষমাও চেয়েছেন।
শিক্ষিকার এই সাফাই সত্ত্বেও ধর্মীয় অসহিষ্ণুতার তত্ত্বই মাথাচাড়া দিয়েছে। তাঁকে আটক করেছিল মুজফফরনগরের পুলিশ। শিক্ষা দফতরের তরফে ওই স্কুলে নোটিস পাঠানো হয়েছে এবং যতদিন না তদন্ত সম্পূর্ণ হচ্ছে স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।