কলকাতা: আমার পদবি মোদি নয়, আমার পদবি মাল্য নয়। আমার পদবি বন্দ্যোপাধ্যায়। আমি পালানোর লোক নই। সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বিরোধীদের উদ্দেশে এমনই আক্রমণ শানালেন অভিষেক। এদিন তৃমমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্য়ায় মাথা উঁচু করে লড়তে জানি। মাথা নীচু করে দিল্লির কাছে বশ্যতা স্বীকার করতে জানি না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, আমাদের ধমকে লাভ নেই। আমি যেদিন ফিরলাম। তার পরের দিন ইডিকে পাঠিয়েছে রেড করতে। তল্লাশি করেছে তার সঙ্গে সঙ্গে ১৬টা ফাইল কম্পিউটারে ডাউনলোড করে দিয়ে চলে এসেছে। আমি বলছি এই ফাইলটাই যদি কয়েকদিন পর ইডি সিবিআই পেত তাহলে এই সংবাদমাধ্যম বলত অভিষেকের অফিস থেকে কলেজের লিস্ট পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকার নিরিখে কংগ্রেসের থেকে বহু গুণ এগিয়ে বিজেপি
পাশাপাশি এদিন সংবাদমাধ্যমকেও একহাত নিয়ে অভিষেকের বক্তব্য, প্রথম শ্রেণির সংবাদমাধ্যমেও মিথ্যে কথা পরিবেশন করা হচ্ছে। আমার বিরুদ্ধে যদি কোনো প্রমাণ থাকে ইডি সিবিআই নয়। ফাঁসির মঞ্চ কর। প্রাণ দেব। ‘মিডিয়ার লোকজন তদন্ত করে না। মানুষকে কলুষিত করেন। এটা র্যাগিং নয়? কোনও বাপের ব্যাটা থাকলে বলুক দুর্নীতির অভিযোগ থাকলে মৃত্যু বরণ করেবে। তিনি আরও বলেন, আমি চিকিৎসার জন্য বাইরে গিয়েছিলাম। সংবাদমাধ্যমে এমন হাওয়া তোলা হল আমি নাকি ফিরব না।
পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার যাত্রায় বেরিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলার যে প্রান্তেই ওই কর্মসূচির জন্য তিনি গিয়েছেন, সেখানেই দলের যুব সংগঠনের তরফে সহায়তা পেয়েছেন বলে সোমবার মেয়ো রোডের জনসভা থেকে জানালেন অভিষেক।