নয়াদিল্লি: অখিল ভারতীয় হিন্দু মহাসভার (All India Hindu Mahasabha) সভাপতি স্বামী চক্রপাণি মহারাজ (Swami Chakrapani Maharaj) গরম গরম মন্তব্য করতে ভালোবাসেন। তা নিয়ে বিভিন্ন সময়ে বিতর্কের সৃষ্টি হয়। তবে এবার এই সন্ত যা বললেন, তা এ পর্যন্ত সবথেকে অভিনব এবং উদ্ভট। সদ্য ইসরোর (ISRO) চন্দ্রযান-৩ (Chandrayaan-3) চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছে। এই কারণে ওই সন্তের দাবি, চাঁদকে ‘হিন্দুরাষ্ট্র’ (Hindu Rashtra) ঘোষণা করা হোক। সেই সঙ্গে যে জায়গায় ল্যান্ডার বিক্রম অবতরণ করেছে সেই স্থানকে ঘোষণা করা হোক হিন্দুরাষ্ট্রের রাজধানী হিসেবে।
হিন্দু মহাসভার সভাপতি কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়েছেন যাতে অন্যান্য ধর্মের ভারত সরকার চাঁদের মালিকানা নিয়ে নেয়। এ ব্যাপারে সংসদে রেজোলিউশন পাশ হোক, সে দাবিও রেখেছেন তিনি। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, বিক্রমের চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করার জায়গার নাম ‘শিবশক্তি পয়েন্ট’ (Shiv Shakti Point)। সেই শিবশক্তি পয়েন্টকেই রাজধানী হিসেবে দেখতে চাইছেন চক্রপাণি মহারাজ।
আরও পড়ুন: হিন্দু পরিষদের সমর্থকরা পুলিশি বাধা কাটিয়ে এগচ্ছে, হরিয়ানার নুহতে যেন যুদ্ধের প্রস্তুতি
संसद से चांद को हिंदू सनातन राष्ट्र के रूप में घोषित किया जाए,चंद्रयान 3 के उतरने के स्थान “शिव शक्ति पॉइंट” को उसकी राजधानी के रूप में विकसित हो ,ताकि कोई आतंकी जिहादी मानसिकता का वहा न पहुंच पाए ???स्वामी चक्रपाणि महाराज, राष्ट्रीय अध्यक्ष, अखिल भारत हिंदू महासभा/ संत महासभा pic.twitter.com/HPbifYFZzX
— Swami Chakrapani Maharaj (@SwamyChakrapani) August 27, 2023
তিনি বলেন, “সংসদ থেকে চাঁদকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করা হোক, চন্দ্রযান-৩ অবতরণের জায়গা শিবশক্তি পয়েন্টকে তার রাজধানী করা হোক, যাতে জঙ্গি এবং জেহাদি মানসিকতার কেউ ওখানে পৌঁছতে না পারে।” অযৌক্তিক এবং অবৈজ্ঞানিক মন্তব্য করা মহারাজের অভ্যাস। ২০২০ সালে যখন সারাদেশ করোনা ভাইরাসের (Coronavirus) প্রকোপে বিপর্যস্ত, সে সময় দিল্লিতে হিন্দু মহাসভার সদস্যদের নিয়ে ‘গোমূত্র পার্টি’ আয়োজন করেছিলেন তিনি। করোনা তাড়াতে সবাই মিলে গোমূত্র (Cow Urine) পান করেছিলেন তাঁরা।
তিনি এও বলেছিলেন, “মানুষ প্রাণিহত্যা করে এবং খায় বলেই করোনা ভাইরাস এসেছে। প্রাণিহত্যা করলে এক ধরনের শক্তির সৃষ্টি হয় যা ওই এলাকায় ধ্বংস ডেকে আনে।” চক্রপাণি মহারাজ আরও বলেন, অন্যান্য দেশের উচিত ভারত থেকে গোমূত্র আমদানি করা কারণ ঈশ্বর শুধুমাত্র ভারতীয় গরুদের মধ্যে থাকেন, বিদেশি প্রজাতিতে নয়।