মথুরাপুর: আদালতের নির্দেশে প্রায় ৪০০ দোকান ভেঙে ফেলার প্রশাসনিক তোড়জোড়কে ঘিরে সোমবার সকাল থেকেই ধুন্ধুমার চলে মথুরাপুরে। দোকানদাররা পরিবারের সদস্যদের নিয়ে বিক্ষোভে নামেন। শুরু হয় অবরোধ। দোকান ভাঙার জন্য প্রশাসন জেসিবি মেশিন নিয়ে এলে উত্তেজনা চরমে পৌঁছয়। পুরুষ এবং মহিলা নির্বিশেষে অনেকেই সেই যেসিবি মেশিনের সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
মথুরাপুর: আদালতের নির্দেশে প্রায় ৪০০ দোকান ভেঙে ফেলার প্রশাসনিক তোড়জোড়কে ঘিরে সোমবার সকাল থেকেই ধুন্ধুমার চলে মথুরাপুরে। দোকানদাররা পরিবারের সদস্যদের নিয়ে বিক্ষোভে নামেন। শুরু হয় অবরোধ। দোকান ভাঙার জন্য প্রশাসন জেসিবি মেশিন নিয়ে এলে উত্তেজনা চরমে পৌঁছয়। পুরুষ এবং মহিলা নির্বিশেষে অনেকেই সেই যেসিবি মেশিনের সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুন: দোকান উচ্ছেদ ঘিরে তুলকালাম মথুরাপুরে
এক সপ্তাহ আগে এই এলাকার ৪০০-র বেশি দোকান ভেঙে ফেলার নোটিস দেয় পূর্ত দফতর। দোকানদারদের অভিযোগ, এক ব্যক্তি দোকান উচ্ছেদের জন্য আদালতের শরণাপন্ন হয়েছিলেন। ওই এলাকায় তাঁরা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। এর সঙ্গে কয়েকশো মানুষের রুটিরুজি জড়িত। ব্যবসায়ীরা জানান, ওই ব্যক্তি তাঁদের উচ্ছেদ করতে চাইছেন।
স্থানীয় সূত্রের খবর, আদালতের নির্দেশ পেয়েই পূর্ত দফতর উচ্ছেদের নোটিস দেয়। সেই সুত্রেই সোমবার পূর্ত দফতর জেসিবি মেশিন নিয়ে দোকান ভাঙতে আসে। তাকে ঘিরেই সকাল থেকে এলাকায় তুমুল উত্তেজনা দেখা দেয়। কয়েক হাজার মানুষ বিক্ষভ দেখাতে থাকে। তাঁরা অবরোধেও শামিল হন। দোকানদারদের দাবি, আদালতকে ওই নির্দেশ পুনর্বিবেচনা করতে হবে। ব্যবসায়ীরা এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছে।