নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে টোকিও অভিযান শুরু ভারতীয় পুরুষ হকি দলের৷ শেষ দিনে আর্জেন্টিনাকে ৩-১ ব্যবধানে হারাল তাঁরা৷ এই নিয়ে অলিম্পক্সে তৃতীয় জয় পেল ভারতীয় হকি দল। প্রথম ম্যাচে অর্থাৎ, পুল-এ’তে উদ্বোধনী ম্যাচে পেনাল্টি কর্নার থেকে ভারতকে গোল দেন নিউজিল্যান্ডের কেন রাসেল। তবে রুপিন্দর সিংএর গোলে ম্যাচের দশ মিনিটেই সমতা ফিরে পায় মনপ্রীতরা। পরে গোল করে ভারতকে লিড এনে দেন হরমনপ্রীত সিং৷
আরও পড়ুন- অলিম্পিকে পদকের আশা বাড়াচ্ছেন পিভি সিন্ধু
বৃহস্পতিবার গ্রুপ পর্যায়ের ম্যাচে আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারাল ভারতীয় পুরুষ হকি দল। এ দিনের ম্যাচের প্রথম গোল করে ভারত। পাল্টা গোল করে সমতা ফেরায় আর্জেন্টিনা। কিন্তু একেবারে শেষ মুহূর্তে পর পর দু’গোল করে জয় নিশ্চিত করে ভারতীয় পুরুষ হকি দলের সদস্যরা।
ভারতের পুরুষ হকি দল:
গোলকিপার: পি আর শ্রীজেশ
ডিফেন্ডার- হরমনপ্রীত সিং, রুপিন্দর পাল সিং, সুরেন্দর কুমার, অমিত রুইদাস, বীরেন্দ্র লাকরা
মিডফিল্ডার- হার্দিক সিং, মনপ্রীত সিং, বিবেক সাগর প্রসাদ, নীলকান্ত শর্মা, সুমিত
ফরোয়ার্ড: শামশের সিং, দিলপ্রীত সিং, গুরজান্ত সিং, ললিত কুমার উপাধ্যায়, মনদীপ সিং
অভিজ্ঞ ছ’জনের মধ্যে গোলকিপার শ্রীজেশ, মিডফিল্ডার মনপ্রীত, ডিফেন্ডার হরমনপ্রীত সিং, রুপিন্দর সিং এবং সুরেন্দর কুমার রয়েছেন। ফরোয়ার্ডে মনদীপ সিং রয়েছেন।