ডেনমার্কের মিয়ার বিরুদ্ধে ২১-১৫, ২১-১৩ ব্যবধানে জিতলেন সিন্ধু। ৪০ মিনিটের লড়াই শেষে কোয়ার্টার ফাইনালে তিনি। প্রথম গেমে জিতেছেন ২১-১৫ ব্যবধানে।
পদক নিশ্চিত করতে আর মাত্র এক ম্যাচ দূরে পিভি সিন্ধু৷ অলিম্পিক ব্যাডমিন্টমনে মহিলা সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন তিনি৷ গ্রুপ পর্বের প্রথম ম্যাচ থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন তিনি৷ তৃতীয় ম্যাচেও সিন্ধুর দাপট অব্যহত৷ প্রথম গেমে ডেনমার্কের প্রতিদ্বন্দ্বীকে কোনওরকম প্রতিরোধের সুযোগই দেননি সিন্ধু৷ ২১-১৫ ব্যবধানে প্রথম গেমে জয় ছিনিয়ে নেন তিনি। এখনও পর্যন্ত একটিও গেম না খুইয়ে নক আউটে প্রবেশ করেছেন পিভি সিন্ধু|
রিও অলিম্পিকে ফাইনালে পৌঁছলেও, সোনার মেডেল গলায় তুলতে পারেননি এই ভারতীয় তারকা| টোকিওর মঞ্চেই সেই আক্ষেপ মেটাতে চান তিনি৷ সেই লক্ষ্যেই দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন সিন্ধু৷ নক আউটে দু ম্যাচ জিতলেও পদক নিশ্চিত করে ফেলবেন তিনি৷ তবে সিন্ধুর চোখ যে এখন শুধুই সোনার দিকে তা বলাই বাহুল্য৷