শিলিগুড়ি: বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটিতে ভাঙনের ধারা অব্যাহত। এবার সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু। শুক্রবার তিনি নবনির্বাচিত জেলা সভাপতি অরুণ মণ্ডলের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। অরুণ অবশ্য দাবি করেন, তাঁর কাছে কেউ পদত্যাগপত্র দেননি। তিনি বলেন, আমি বিভিন্ন মণ্ডল অফিসে ঘুরছি। দলের কাজ করছি।
কয়েক দিন আগে বিধায়ক আনন্দ বর্মণকে সাংগঠনিক জেলা সভাপতির পদ থেকে বিজেপির রাজ্য নেতৃত্ব নতুন সভাপতি করেছেন অরুণ মণ্ডলকে। গঠন করা হয়েছে নতুন জেলা কমিটি। তারপর থেকেই জেলা বিজেপির কমিটিতে পদত্যাগের ঢল নেমেছে। বুধবার থেকে একাধিক কর্মকর্তা ইস্তফা দিতে শুরু করেছেন। যুব মোর্চা, মহিলা মোর্চার সভাপতিরা পদত্যাগ করেছেন। বিজেপি সূত্রের খবর, জেলা কমিটি এবং বিভিন্ন মণ্ডল কমিটি থেকে ইতিমধ্যে প্রায় ৪০ জন পদাধিকারী ইস্তফা দিয়েছেন।
কেউ হোয়াটস অ্য়াপ গ্রুপে, কেউ চিঠি লিখে ইস্তফার কথা জানিয়ে দিয়েছেন। তাঁদের ক্ষোভ নতুন জেলা সভাপতির বিরুদ্ধে। সামনেই পাশের জেলা জলপাইগুড়ির ধূপগুড়িতে বিধানসভার উপনির্বাচন। তার আগেই শিলিগুড়িতে দলের এই ভাঙন অস্বস্তিতে রেখেছে বিজেপিতে। ২০১৯ সালের লোকসভা এবং গত বিধানসভা ভোটে উত্তরবঙ্গে বিজেপি বেশ ভালো ফল করেছিল। কিন্তু সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে শাসকদল তৃণমূল তাদের ক্ষত অনেকটাই মেরামত করে ফেলেছে। তার উপর শিলিগুড়িতে এই ইস্তফার হিড়িক নিয়ে উদ্বেগে রয়েছে বিজেপি।