কলকাতা: কুণাল ও নন্দিনী গুপ্তকে গ্রেফতার করা হয়নি। তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এমনটাই জানাল সিআইডি (CID)। ফলে এদিন আদালত কোনও নির্দেশও জারি করেনি।
বৃহস্পতিবার সাইবার অপরাধের মামলায় অভিযুক্ত কুণাল গুপ্ত ও নন্দিনী গুপ্তকে হাইকোর্ট চত্বর থেকে সিআইডি গ্রেফতার করায় ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি বলেন, আদালতের নির্দেশে তাঁরা হলফনামা জমা দিতে এসেছিলেন। সেখানে কোনও এজেন্সি তাদের গ্রেফতার করে কী করে। এসব বন্ধ করা দরকার তা না হয়ে ভবিষ্যতে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। বিচারপতি আরও বলেন, আমি আজই এ ব্যাপারে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলব। তাঁর নির্দেশ সরকারি আইনজীবী সিআইডির কর্তা, তদন্তকারী অফিসার এবং দুই অভিযুক্তকে নিয়ে এজলাসে হাজির হন। তখনও আদালতে তোপের মুখে পড়তে হয় সিআইডিকে। বিচারপতি বলেন, এদের নিয়ে যা খুশি করুন,আমি আগামিকাল যা নির্দেশ দেওয়ার দেব।
আরও পড়ুন: দার্জিলিংয়ে ধসে চাপা পড়ে মৃত ১
আদালত সূত্রের খবর, ১১৭ কোটি টাকা প্রতারণার মামলায় কুণাল ও নন্দিনী অভিযুক্ত। সিআইডি বিষয়টির তদন্ত করছে। হাইকোর্টে ওই মামলা সূত্রে অভিযুক্তরা বৃহস্পতিবার হলফনামা দাখিল করতে এসেছিলেন। তখনই আদালত চত্বর থেকে তাঁদের গ্রেফতার করে সিআইডি।