নয়াদিল্লি: বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয়বার বাংলায় ক্ষমতায় আসার পরই বিজেপি বিরোধী জোট প্রস্তুতির ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যা৷ বিজেপি-কে রুখতে বিরোধীদের একজোট হতে হবে বলে বার্তাও দিয়েছেন একুশের মঞ্চে৷ তাঁর মতে, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি-কে হারাতে হলে সব বিরোধী দলগুলিকে একজোট হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।
আরও পড়ুন- মমতা ও সোনিয়াকে কুৎসিত আক্রমণ বিজেপি নেতার, নেট-দুনিয়া তোলপাড়
এ কারণে প্রত্যয়ী গলায় তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘কেউ যেন ভুলে না যায়, বিজেপি যতই ক্ষমতাবান হোক, বিরোধীদের মহাজোট তার চেয়েও শক্তিশালী। ২০২৪ সালে বিজেপি হারবেই। হারাবে দেশ। বিরোধীদের কাছে বিজেপির হার হবে ঐতিহাসিক।’ বুধবার দিল্লিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠক সেরেও একই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই জোটের নেতৃত্ব দেবে কে? রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপি-কে থমকে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়? না কি অন্য কেউ? এই প্রশ্ন ঘোরাফেরা করছে৷
আরও পড়ুন- এখনও ভয় দেখাচ্ছে ‘আর ফ্যাক্টর’, ৩১ অগস্ট পর্যন্ত বাড়ল বিধিনিষেধ
সূত্রের খবর, জোট গড়ায় প্রধান উদ্যোগী হওয়া সত্বেও তিনি ‘মুখ’ হওয়ার বিষয়ে বিশেষ আগ্রহী নন৷ দিল্লি সফরেও একই কথা বলেছেন তিনি৷ মমতা বলেছেন, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার জন্য আমি সব বিরোধী দলকে সহযোগিতা করতে চাই। বিজেপি বিরোধী জোটের নেতৃত্ব তিনি দেবেন কি না সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপধ্যায় বলেছেন, নরেন্দ্র মোদির বিরুদ্ধে যখন লড়াই, বিরোধীরা বসে ঠিক করে নেবে কে হবে মুখ। আর যদি কোনও মুখই না থাকে তা হলে দেশকে বাঁচাতে, গণতন্ত্রকে বাঁচাতে অনেক ফেস চলে আসবে।