কলকাতা: ৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে (69 National Film Awards ) সেরা বাংলা ছবির খেতাব জিতে নিল ‘কালকক্ষ’ হাউজ অফ টাইম’ (Kalkokkho: House of Time)। ছবি পরিচালনা করেছেন রাজদীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতি। এই ছবি বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সবার নজর কেড়েছে। বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে। হিন্দি ভাষার সেরা ছবির পুরস্কার ছিনিয়ে নিল ‘সর্দার উধম’ (Sardar Udham)। বৃহস্পতিবার ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করছে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচারক মন্ত্রক। এ বছরের শেষ দিকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। (National Awards 2023)
করোনার মানুষের বিধ্বস্ত, জীবন, লকডাউন ঘরবন্দি দশা, মারণ রোগের সঙ্গে লড়াই সবই ফুটে উঠেছে ছবির কাহিনীতে। বাংলা ছবি ‘কালকক্ষ: হাউজ অফ টাইম’-এর পরিচালক শর্মিষ্ঠা মাইতি এবং রাজদীপ পাল। প্রযোজনায় ছিল ‘অরোরা ফিল্ম কর্পোরেশন। এই সংস্থা ‘পথের পাঁচালি’, ‘অপরাজিত’র মতো ছবির সঙ্গে যুক্ত ছিল। পুরষ্কার ঘোষণার পরই পরিচালক বলেন, আমি উত্তেজিত । বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েছে। প্রশংসিতও হয়েছে। কিন্তু দেশের মাটিতে পুরস্কার পাওয়ার তো আনন্দটাই অন্য রকম। শর্মিষ্ঠা বলেন, এক কথায় অবিশ্বাস। তবে মনে হচ্ছে আমরা পারলাম। ছবি তৈরির সময় সমস্যার মধ্যে দিয়ে গিয়েছি, প্রচারের সময় পাইনি। এই সম্মান সাফল্য।
এছাড়াও বেস্ট ফিচার ফিল্ম পেল ‘রকেট্রি দ্য নাম্বি এফেক্ট’। সেরা নন-ফিকশান হিসেবে জাতীয় পুরষ্কার পেয়েছে ‘এক থা গাঁও’। সেরা অ্যানিমেশন হিসেবে পুরষ্কার পেয়েছে মালয়ালম ছবি ‘কান্দিটুন্দ’। এবার সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট। অন্যদিকে সেরা অভিনেতার পুলষ্কার পেয়েছেন আল্লু অর্জুন। মিমি ছবির জন্য সেরা সহ অভিনেতা হলেন পঙ্কজ ত্রিপাঠী।