কলকাতা: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) মেখলিগঞ্জ মহকুমা আদালত পরিদর্শন ঘিরে আলোড়ন পড়েছে। বৃহস্পতিবার বিকেলে বিচারপতি গঙ্গোপাধ্যায় মহকুমা আদালতে আসেন। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি (Jalpaiguri) সার্কিট বেঞ্চের আইনজীবী মহল সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত ভোট সংক্রান্ত একটি মামলায় স্ট্রং রুমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে মেখলিগঞ্জ মহকুমা আদালতে যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
স্ট্রং রুমে রাখা ব্যালট বাক্সে নানা কারচুপির অভিযোগ করেন কোচবিহার জেলার মেখলিগঞ্জের সিপিএম ও নির্দল মিলিয়ে মোট ১০ জন প্রার্থী। তা নিয়ে তাঁরা মামলাও করেন। এদিন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে সেই মামলা ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়র এজলাসে। প্রথমে এজলাসে জমা দেওয়া ভিডিও ফুটেজ খুলছিল না। তখন বিচারপতিকে বলা হয়, মেখলিগঞ্জে একটি সফটওয়্যার আছে যা দিয়ে এই ফুটেজ খোলা যাবে। এই কথা শুনেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আমি এখনই মেখলিগঞ্জ যাব। এরপরই বিকেল ৫টা নাগাদ মেখলিগঞ্জে রওনা দেন তিনি।
আরও পড়ুন:৩ বছর আগের খুনের ঘটনায় দোষীর ফাঁসির সাজা
এবারের পঞ্চায়েত ভোট ঘিরে কলকাতা হাইকোর্টে বহু মামলা হয়েছে। মনোনয়ন পর্ব থেকে শুরু করে ভোট গ্রহণ এবং গণনা ঘিরে কারচুপি, হিংসা, মারামারি, খুনোখুনি, ব্যালট বাক্স জলে ফেলে দেওয়া, বিরোধী প্রার্থীদের মারধর, সব মিলিয়ে ঘটনাবহুল ছিল এবারের পঞ্চায়েত ভোট। সেসব নিয়েই মামলা হয়েছে। এমনকী রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগেও মামলা হয়েছে। এই সব মামলা নিয়ে চূড়ান্ত শুনানি হবে ১৮ সেপ্টেম্বর। ইতিমধ্যে বেশ কয়েকটি মামলায় আদালত কয়েকজন এসডিও, বিডিও, পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।