নয়াদিল্লি: গ্রামীণ উন্নয়নের খাতে এবার রাজ্য সরকারকে ১৬০০ কোটি টাকা পাঠাল কেন্দ্র। এক বছরের মধ্যে মোট টাকার ৬০ শতাংশ খরচ করতে পারলে মিলবে বরাদ্দের বাকি টাকাও। সরকারি সূত্রের খবর, গত ২২ অগাস্ট প্রথম দফায় ৬৫১ কোটি টাকা এসেছে। বৃহস্পতিবার এল আরও ৯৯৬ কোটি টাকা। পঞ্চায়েত বোর্ড গঠন প্রায় শেষের পথে। এই টাকায় দ্রুত পঞ্চায়েতের কাজকর্ম শুরু করা যাবে বলে আশাবাদী নবান্ন।
রাজ্য সরকারের অভিযোগ ছিল, কেন্দ্রীয় সরকার গ্রাম উন্নয়নের জন্য বরাদ্দ টাকা আটকে রেখেছে গত দু’বছর ধরে। কেন্দ্রীয় আবাস যোজনা এবং সড়ক যোজনা খাতে এখনও প্রায় দেড় লক্ষ কোটি টাকা কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা বলে নবান্নের দাবি। এই টাকা চেয়ে আগামী ২ অক্টোবর দিল্লিতে দরবার করার কর্মসূচি রয়েছে তৃণমূলের। ২১ জুলাই এর মঞ্চ থেকে এই কর্মসূচি ঘোষণা করে করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। দিল্লিতে ওই অভিযানে ১০ লক্ষ লোক হবে বলেও অভিষেকের দাবি। সেই অভিযানে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও হাজির থাকবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন: মোদি-জিনপিং দেখা হল, কথা হল না, সীমান্ত সমস্যা অথই জলেই
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজ্যের বিজেপি নেতারা দিল্লি কান ভাঙিয়ে ওই টাকা আটকানোর ব্যবস্থা করেছেন। তাঁরা রাজ্যের উন্নয়ন চান না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আমরা টাকা আটকাইনি। পঞ্চায়েতে তৃণমূলের চুরি বন্ধ করতে কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নিতে বলেছি। কেন্দ্রীয়-রাজ্য এই বিরোধের আবহেই পঞ্চায়েত বোর্ড গঠন শেষ হওয়ার আগেই রাজ্য সরকার ১৬০০ কোটি টাকা পেয়ে গেল গ্রাম উন্নয়ন খাতে।