বেলডাঙা: চাঁদের দক্ষিণ মেরুতে বুকে সফল অবতরণ করেছে ‘বিক্রম’। বৃহস্পতিবার প্রাতঃভ্রমণ সেরেছে ‘প্রজ্ঞান’। চন্দ্রযান -৩ (Chandrayan-3 Moon)প্রকল্পের কৃতিত্বে যুক্ত বাংলার একাধিক বিজ্ঞানী। এই মিশনে যুক্ত ছিলেন মুর্শিদাবাদের বেলডাঙার তুষার কান্তি দাস। বৃহস্পতিবার বেলডাঙা পুরসভার বড়ুয়া কলোনীতে ইসরোর বিজ্ঞানী তুষার কান্তি দাসের (ISRO scientist Tushar Kanti Das) বাসভবনে সম্বর্ধনা দিতে যান বেলডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা বন্দ্যোপাধ্যায় এবং মুর্শিদাবাদ (Murshidabad) জেলা পরিষদের সহকারি সভাধিপতি আতিবুর রহমান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। তুষার কান্তি দাসের অসাধারণ সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি বাবা-মা ও পরিবারের সদস্যরা।
মধ্যবিত্ত পরিবারের সন্তান তুষার কান্তি দাস বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে গণিতে অনার্স পাশ করার পর আইটি খড়্গপুরে এমএসসি পাস করেন। এরপর এমটেক আইএসএম করেন ধানবাদ থেকে। ২০০৫ সালে ইসরোতে যোগ দেন বেলডাঙার তুষার কান্তি দাস। চন্দ্রযান -৩ অভিযানের সাফল্যে নাম উঠে এসেছে বেলডাঙার বিজ্ঞানী তুষার কান্তি দাসের। যে কারণে তুষার বাবুর বাড়িতে খুশির হাওয়া। তুষার কান্তি দাসের বাবা করুণাময় দাস গত ২০১৪ সালে মারা যান। ছেলে ইসরোতে যোগ দিয়েছে জেনে খুশি হয়েছিলেন পি ডব্লিউ ডি দফতরে চাকুরীজীবী করুনাময় দাস। কিন্তু ছেলের চন্দ্রযান -৩ অভিযানের সাফল্য দেখে যেতে পারলেন না তিনি। পরিবারের আফসোস সেখানেই। তুষার কান্তি দাসের মা সবিতা দাস বর্তমানে হায়দ্রাবাদে আত্মীয়র বাড়িতে রয়েছেন। বেলডাঙার বাড়িতে রয়েছেন তুষার বাবুর দাদা কুমারকান্তি দাস সহ তাঁর পরিবার।
আরও পড়ুন: স্বপ্নপূরণের কারিগরদের মধ্যে অন্যতম জলপাইগুড়ির কৌশিক নাগ
ভাইয়ের সাফল্যে খুশি হয়ে কুমার বাবু বলেন, চন্দ্রযান -৩ সফট ল্যান্ডিং সেকশন এর দায়িত্বে থাকা বিজ্ঞানীদের মধ্যে তার ভাই একজন। ওই সাফল্যে বেলডাঙা থেকেই চাঁদের স্বাদ পাচ্ছেন তিনি। ভাইয়ের সাফল্যে তাঁরা ভীষণ খুশি। এরপর নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত হচ্ছে তাঁর ভাই সহ অন্যান্য বিজ্ঞানীরা। চাঁদে রোবট পাঠানোর পরিকল্পনা চলছে ইসরোর বিজ্ঞানীদের।
অন্যদিকে বেলডাঙার মত একটি প্রত্যন্ত এলাকার তুষার কান্তি দাসের সাফল্যে অভিভূত বেলডাঙা পুরসভার চেয়ারম্যান তুষার কান্তি দাসের পরিবারের হাতে ফুলের তোড়া তুলে দেন। একই ভাবে খুশি মুর্শিদাবাদ জেলা পরিষদের সহকারী সভাধিপতি। বেলডাঙার বাসিন্দা ওই সহকারী সভাধিপতি খবর পাওয়া মাত্রই ওই বিজ্ঞানী বসতবাড়িতে পৌঁছেছেন। এদিন তুষার কান্তি দাসের সঙ্গে মোবাইল ফোনে কথাও বলেন সহকারি সভাধিপতি এবং পুরসভার চেয়ারম্যান।