বিতর্ক তার নামের সঙ্গে পা-এ পা মিলিয়ে চলে। প্রেম ও বিয়ে নিয়ে সর্বদাই চর্চায় থাকেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি কিছু শেয়ার করলেই তার ভক্ত অনুরাগী দল যেমন হামলে পড়েন তেমনি তাঁকে অনেকে ট্রোল করতেও ছাড়েন না।
এবার নিজের সোশ্যাল পেজে নিজের মেকআপ না করা একটি লুক শেয়ার করেছেন অভিনেত্রী শ্রাবন্তী। যা দেখা মাত্রই নিন্দুকেরা সমালোচনা শুরু করে দিয়েছেন। একজন সরাসরি লিখেছেন, ‘মেকআপ ছাড়া নায়িকারা সব পেত্নী’। অন্য একজন মন্তব্য করেছেন, ‘চেহারায় বার্ধক্যের ছাপ পড়েছে’। আর এক নেটিজেন তো সরাসরি ‘ভূত’এর সঙ্গে তুলনা করেছেন। লিখেছেন, ‘…এজন্য চিনতে পারছিনা ভূতের মত লাগছে।’ অনেক ভক্ত আবার প্রশংসা আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। এসব কোন কিছুই যেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তীকে স্পর্শ করে না। তিনি রীতিমতো জিমচর্চা চালিয়ে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় কে কি বলল তা তিনি গায়ে মাখেন না। ট্রোলড হলেও নানান সাক্ষাৎকারে শ্রাবন্তীকে বলতে শোনা গেছে, এসব কমেন্ট তিনি পড়েন না। এমনকি চোখে পড়লেও তার রাজ্য করেন না। এই ধরনের ট্রেলিং এ তাঁর কিছু যায় আসে না।
রাজর্ষি দে-র পরবর্তী ছবি ‘সাদা রঙের পৃথিবী’-তে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। এছাড়াও শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় ‘দেবী চৌধুরানী’ ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে তাঁকে। বর্তমানে নাচের রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-র বিচারক আসনে দেখা যাচ্ছে তাঁকে।