কলকাতা: ফের হস্টেল পড়ুয়ার মৃত্যু। এবার এসএসকেম। এসএসকেএমের হস্টেলে ডাক্তারির ছাত্রীর রহস্যমৃত্যু। হস্টেলের শৌচাগার থেকে উদ্ধার দ্বিতীয় বর্ষের ছাত্রীর ঝুলন্ত দেহ।
ওই নার্সিং ছাত্রী মেডিক্যাল চত্বরেই লিটন হস্টেলে থাকতেন। বৃহস্পতিবার সকাল থেকে তাঁকে পাওয়া যাচ্ছিল না বলে আবাসিকদের দাবি। এরপর খোঁজাখুঁজির পর হস্টেলের শৌচাগার থেকে উদ্ধার হয় ওই নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ। তারপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। কীভাবে মৃত্যু হল ওই ছাত্রীর তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। হস্টেলে এসে পৌঁছেছে পুলিশ আধিকারিক ও কর্মীরা।
আরও পড়ুন: পুলিশ টাকা তুললেই সরাসরি ফোন করুন, নির্দেশ মমতার
হস্টেলের আবাসিকদের সূত্রের খবর, ওই ছাত্রী আচ্ছন্ন অবস্থায় ছিলেন। মানসিক ভাবে কোনও সমস্যা থাকতে পারে বলে তাঁদের একাংশের সন্দেহ। সহপাঠীদের একাংশের দাবি, কোনও সমস্যা থাকতে পারে। সব দিক, সব সম্ভাবনাই খতিয়ে দেওয়া হচ্ছে। হস্টেলে ঢুকেছে পুলিশ, আপাতত তদন্ত চলছে।