কলকাতা: পশ্চিমবঙ্গ দিবস নিয়ে দিনক্ষণ ঠিক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে চিঠি পাঠিয়েছিল বিধানসভার অধ্যক্ষ নিয়োজিত কমিটি। যে কমিটির মাথায় ছিলেন প্রখ্যাত ইতিহাসবিদ তথা প্রাক্তন সংসদ সুগত বসু। এবার এই পশ্চিমবঙ্গ দিবস নিয়ে সর্বদল বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই কমিটি ১ বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস পালনের দিন হিসেবে সুপারিশ করেছিল। মূলত পশ্চিমবঙ্গের ইতিহাস ঐতিহ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয় ওই কমিটি। এবার তা নিয়ে আলোচনার জন্য আগামী ২৯ অগাস্ট নবান্ন সভাঘরে বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা। এই বৈঠকে কেন ২০ জুন নয়, কেন ১ বৈশাখ তা নিয়ে আলোচনা হতে পারে।
প্রসঙ্গত, গত ২০ জুন রাজভবনে রাজ্য সরকারের আপত্তি সত্ত্বেও যেভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়েছিল তাতে আপত্তি করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, ওই নির্দিষ্ট দিনটি সঙ্গে দেশভাগের স্মৃতি জড়িয়ে রয়েছে। এই দিনটি কোনওভাবেই পশ্চিমবঙ্গের মানুষের জন্য উৎসবের বা আনন্দের দিন হতে পারে না। বরং এই দিনটি বাংলার মানুষের জন্য বেদনার। এরপরই ঠিক হয় ইতিহাস পর্যালোচনা করে পশ্চিমবঙ্গের জন্য একটি নির্দিষ্ট দিন বাছাই করা হবে। যে দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করবে গোটা রাজ্য। সেই মতো সুগত বসুর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন: নির্মীয়মাণ রেলসেতু ভেঙে মিজোরামে মৃত্যু ২২ জন শ্রমিকের, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা মোদির
এই কমিটিতে রয়েছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী ব্রাত্য বসু, মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রইমআ ভট্টাচার্য, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী শিউলি সাহা। ছিলেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস। এই কমিটি দুদফায় নিজেদের মধ্যে বৈঠক করে একাধিক দিনের নাম পর্যালোচনা করে ১ বৈশাখ দিনটিকে পশ্চিমবঙ্গ দিবসের দিন হিসেবে বেছে নেয়। তবে এই কমিটির সদস্য করা হলেও এই বৈঠকে উপস্থিত ছিলেন না বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। এরপর এই কমিটির সুপারিশ ২৯ অগাস্ট রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের কাছে তুলে ধরবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাদের মতামত পর্যালোচনা করেই শেষ পর্যন্ত এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।